Header Ads

পশু ও মানুষ

    পৃথিবীর অন্যতম জীব হল পশু ও মানুষ। কিন্তু সহিষ্ণুতা, বুদ্ধি আর বলের মাধ্যমে পশুদের থেকে মানুষ আলাদা হয়ে যায়। এইজন্য বলা হয় পশুদের বল থাকলেও বুদ্ধি নাই। তাই প্রাণীদের মধ্যে মানুষ নিজেকে শ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা করেছে। তবে প্রাণীকে ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকা অসম্ভব। 

   
   আমাদের চারপাশের প্রাণী এবং মানুষ একে অপরের পরিপূরক। প্রাণী মানুষের সভ্যতাকে সহজ করে দিয়েছে। মানুষের জীবন যাপনে সুবিধা হয়েছে। আমাদের চারিদিকে প্রাণীরা বাস করে। বলা যায় আমরাই প্রাণীদের চারপাশে বাস করি। 
   
   মানবজীবনে প্রাণীর অবদান অনস্বীকার্য। তাদের ছাড়া মানুষ তার সভ্যতার কথা ভাবতেই পারে না। ধরা যাক, সভ্যতার আদি লগ্নে যে কৃষিকাজের সূত্রপাত হয় তাতে মানুষ লাঙ্গল টেনেছে। মানুষই অনেক ভার বহন করেছে কিন্তু যখন পশুকে পোষ মানাল তখন থেকে তাদের অনেক সুবিধা হল। পশুকে দিয়ে মাঠে লাঙ্গল টানলো। পশুকে দিয়ে ভার বহন করিয়ে নিজে আরাম বোধ করলো। নানা ধরনের প্রাণের কাছে নানা রকম জিনিস সংগ্রহ করে নিজেদের জীবনকে সহজ করে তুলল। দুধ চামড়া মাংস সংগ্রহ করে মানুষকে উন্নতির শিখরে পৌঁছাতে সাহায্য করল। 

   আমাদের চারপাশে প্রাণীদের মধ্যে যেগুলি জঙ্গলে বাস করে তাদের বন্য জন্তু বলে। যেমন সিংহ হরিণ হাতি ভাল্লুক ইত্যাদি। আবার যেসব পশু আমাদের পরিবেশের চারপাশে বাস করে তাদের গৃহপালিত পশু বলা হয়। যেমন গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি। অন্যদিকে যেসব পশুকে আমরা ঘরে পালন করি তাদেরকে পালিত পশু বলি। যেমন কুকুর বিড়াল ইত্যাদি।

No comments

Powered by Blogger.