Header Ads

What is E mail & G mail? The difference of E mail & G mail.

 



E mail & G mail

আমরা জানি, প্রযুক্তি বিশ্বকে চরম শিখরে পৌছে দিচ্ছে। বিশেশত ইন্টারনেট সমগ্র বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। দূরকে এনে দিয়েছেন কাছে। কঠিনকে করেছে সহজ। বিশেষত, এই প্রযুক্তির ইতিহাসে ইন্টারনেট বিশেষ ভূমিকা পালন করে।

 বিশ শতকের ষাট-সত্তরের দশকে ইন্টারনেট প্রোটোকল(INTERNET PROTOCOL)এর আবির্ভাব হয়। ১৯৭১ সালে জন্ম হয় আরপানেট (ARPANET) এর। এই আরপানেট (ARPANET) এর মাধ্যমে আমেরিকার প্রোগ্রামার রোমান্ড স্যামুয়েল টমলিসন ই-মেইল এর সূচনা করেন

        Email: Electronic mail 

Electronic mail (email or e-mail) is a method of exchanging messages ("mail") between people using electronic device.

 

বৈদ্যুতিন মেল (ইমেল বা ই-মেল) হ'ল ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারী মানুষের মধ্যে বার্তা ("মেল") আদান প্রদানের একটি পদ্ধতি

 

তাহলে আমরা বুঝলাম, ই-মেইল ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত নাম। ইমেল ইন্টারনেটের সাহায্যে ডিজিটাল বার্তা বিনিময় করার একটি পদ্ধতি। ইমেল এর কাজ হল, প্রেরকের বার্তা খুব তাড়াতাড়ি প্রাপকের কাছে পৌছে দেওয়া। সেই বার্তা পৌছায় ইন্টারনেটের মাধ্যমে।

তবে একটা মজার ব্যাপার হল, প্রথম দিকে ইমেইলে বার্তা পাওয়ার জন্য প্রেরক ও প্রাপক উভয়কে অনলাইন থাকতে হত। এখন অবশ্য প্রযুক্তির উন্নতিতে প্রাপক অফলাইনে থাকলেও বার্তা পাওয়া সম্ভব হয়।

 




Gmail: Google Mail

Gmail is a free email service provided by Google.

It is the world’s largest open platform email service provider, open to all, and free.


ইমেইল ও জি মেইল এর পার্থক্যঃ

ইমেল হল ডিজিটাল বার্তা বিনিময়ের একটি পদ্ধতি  আর, Gmail হল  ইমেল পরিষেবা বা সার্ভিস প্রোভাইডার। Gmail Google কোম্পানির মালিকানাধীন। অর্থাৎ জিমেইল ইমেইল সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করে প্রেরকের বার্তা প্রাপকের কাছে দ্রুত পৌছেদিতে সাহয্য করে

 

ইমেইল হল একটি ডিজিটাল পদ্ধতি। কিন্তু এই পদ্ধতি সম্পন্ন করতে গেলে প্রেরক এবং প্রাপককে দুটি ঠিকানা লাগে। যেমন আগের যুগে চিঠি পাঠাতে ঠিকানার প্রয়োজন তেমনি এখানেও ঠিকানার প্রয়োজন হয়।

তবে একটি ঠিকানা দুইটি অংশে থাকে। প্রথম থাকে ব্যবহারকারী নাম। তার ঠিক পরপরই থাকে @ চিহ্নটি। তার পরে থাকে সংশ্লিষ্ট ব্যবহারকারীর প্রতিষ্ঠানের নাম। যেমন: abc@cde.com এই ঠিকানাটিতে abc হল ব্যবহারকারী নাম, cde.com হল ব্যবহারকারীর মেইল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের নাম।

বাস্তবে একটি উদাহরণ দিলে বুঝতে পারবে, paritosroy@gmail.com এখানে paritoshroy হল ব্যবহার কারীর নাম আর @ এই চিহ্নের পর gmail.com হল ব্যবহারকারীর মেইল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের নাম।

 

 

No comments

Powered by Blogger.