বুড়িয়ে যাওয়া
বুড়িয়ে যাওয়া
বুড়িয়ে যাওয়া
গাছটির চুপসে গেছে চামড়া
বড় হয়েছ বলে
তাদের কথা কি মনে পড়ে না!
পাতা মেলানোর
পর থেকে
তোমার পিছে
আকাশ পাতাল ভাবে....
তুমি সেদিন
ধাক্কা দিলে
অট্টালিকা বানাবে
বলে!!
দাঁড়িয়ে থাকতে
চেয়ে
দিলে গলা ধাক্কা,
মান চেয়ে দিলে নোংরামির শেষটা
এগিয়ে যাওয়ার
নেশায় ভুলে গেলে শিকড়ের কথা
কিন্তু
সে আড়ালে আছে…
সব কিছু সহ্য
করে
চুপসে যাওয়া,
ফোস্কা পড়া শরীর নিয়ে
তোমার এগিয়ে যাওয়া দেখবে বলে।।
ড. পরিতোষ রায়

No comments