Header Ads

আমার জীবনস্মৃতি: লক্ষ্মীনাথ বেজবরুয়া

বাংলা প্রশ্নপত্র - ১

আমার জীবনস্মৃতি

পূর্ণমান – ৫০

[১ থেকে ১০ পর্যন্ত প্রশ্নের মান – ১ বিভাগ খ এর মান – ৪ বিভাগ গ এর মান – ৫ ]

১. লক্ষ্মীনাথ বেজবরুয়ার লেখা একটি আত্মজীবনী গ্রন্থের  লেখ।

২. সাতনরী হার কী?

৩. উমানন্দ কোথায় অবস্থিত?

৪. তিথিরাম বায়ন কে?

৫. তুবড়িবাজি কী?

৬. দিখৌ নদীর অপর পারে কী ছিল?

৭. বড় ভাইপো লেখকের থেকে কত বছর বড়ো ছিল?

৮. লেখকের ভাইপো দুইজন কী ভাষায় বই পড়েছিল?

৯. পাঠে উল্লিখিত একটি পালার নাম লেখ।

১০. তখন আসামের রাজধানী কোথায় ছিল?

বিভাগ – খ

১১. প্রত্যেকটি প্রশ্নের উত্তর দাওঃ

ক) শিবসাগরকে লেখকের শেষ পর্যন্ত পছন্দ হল কেন?

খ) গুয়াহাটির রূপবর্ণনা দাও।

গ) শিবসাগরকে মাছ ধরার জায়গা বলা হত কেন?

ঘ) সংক্ষেপে লেখ – ভাওনা, শঙ্কর দেব ও প্রহসন।

বিভাগ – গ

১২. উত্তর দাওঃ

ক)  লেখকের অনুসরণে তাঁর বাল্য বয়সের কবিতাযুদ্ধের বর্ণনা দাও।

খ) আমার জীবনস্মৃতি অনুসরণে আসামের প্রচলিত বাংলা ভাষা ও সংস্কৃতির প্রভাব আলোচনা কর।

১৩. ব্যাখ্যা দাওঃ

ক) মোটের ওপর যা কিছু বাঙালির তা সবই ভালো-

খ) বীতরাগ দূর হল এবং তাঁর পরিবর্তে অনুরাগ জন্মাতে শুরু হল।




  

No comments

Powered by Blogger.