আমি ও আমার গ্রাম
আমি ও আমার গ্রাম
হাইলাকান্দি, ৮ জুন : আমার গ্রামের নাম কাটলিছড়া। গ্রামখানি ধলেশ্বরী নদীর পশ্চিম দিকে অবস্থিত। গ্রামের পাশেই রয়েছে একটি বড় ঝিল। আমাদের গ্রামটি শস্য শ্যামলে ভরপুর, গ্রামের চারিদিকে সবুজের মেলা। গ্রামে বিভিন্ন ফল মূলের গাছ, সবজি সকালে পাখির ডাক, বিকালে গুধূলি গ্রামটিকে করে তুলেছে এক শান্তির দ্বীপ। আমাদের গ্রামটি হাইলাকান্দি জেলার সর্ব বৃহৎ গ্রাম। গ্রামের লোক সংখ্যা প্রায় পাঁচ হাজার দুই শত। আমাদের গ্রাম মিলনের মহাক্ষেএ এখানে বিভিন্ন ধর্মের লোকেই মিলেমিশে শান্তিতে বসবাস করে।
আমাদের গ্রামটি গ্রাম বাংলার এক সৌন্দর্যের প্রতীক। গ্রামের সম্পূর্ণ জমিই সমতল। যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে আমাদের গ্রাম উন্নত। পঞ্চায়েত রাস্তার মাধ্যমে গ্রামটি পাশের জাতীয় সড়কের সাথে যুক্ত।
আমাদের গ্রাম আমাদের জেলার মধ্যে একটি আদর্শ গ্ৰাম।আমাদের গ্রাম দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের গ্রামের জন্য গর্ব অনুভব করি এবং ভালোবাসি।
প্রতিবেদনটি লিখেছেন দ্বিতীয় বর্ষের ছাত্রী দিলরুবা খানম বরভুইয়া
বিঃ দ্রঃ এটি শিক্ষণমূলক প্রতিবেদন। এতে কোথাও মিল খুজে পেলে সেটি কাকতালীয়।
No comments