ফ্যান
হোস্টেলের পরিবেশে
কারো কাছে বিষম কারো কাছে রেস্ট।
মনের আনন্দে, জবের কারনে
কিংবা ছাত্রাবস্থায় গুরুত্বপূর্ণ জীবনে
মাথা গুঁজে, হাত-পা ছড়িয়ে
জীবনকে জোর করে দিই ঠেস!
মাথার উপরে ঘ্যান ঘ্যান ....
ক্রমাগত করিছে ফ্যান
প্রেয়সী আছে দূরে!
বাতায়নে বসে ভাবি
দেখা হবে কী, কী!
সকালে উঠে সাওয়ারে নিয়মিত স্নান
প্রেয়সীহীন, সারাদিন হয়ে যাই ম্লান
ছুটে যায় মন, শরীর তো নয়,
হোস্টেলের ছাদে লাগানো ফ্যান
ক্রমাগত করেই চলে ঘ্যান ঘ্যান!!
দিন যায় রাত যায়, চোখে ভাসে ফ্যান
ছবি ভাসে, কানে আসে শুধুই ঘ্যান ঘ্যান
মন বড়ো উচাটন, গরমে উত্তেজিত ক্ষণ
এদিক ওদিক তাকিয়ে তুমিই বিকেলের শেষ সম্বল!
তোমার আলোড়নে বিকেলের গরম
ঘুমের আগে মৃদু-মন্দ দিয়ে যায় দম।।
No comments