পরিণাম
ভাঙছি ভাঙছি ভাঙছি
যখন গড়তে শুরু করলাম
ঘামে ন্যাশপ্যাশ হয়ে
নিজের জায়গাটা ভুলে গেলাম।
এমন একজন এল
শুধু লুটেপুটে নিল।
আমার গায়ের ঘাম
শুকিয়ে নুন হল।
যখন গড়লাম
তখন এসি ঘরের
গোলাম হলাম।
এভাবেই টেনে নিয়ে গেলাম
সৃষ্টি করেও গোলাম হলাম !
কেন?
নিজের কাছে জবাব নাই !
সৃষ্টিকর্তাকে মানলাম তাই!
নিজের কাছে নিজেই শুনলাম
রক্তশ্রম দিয়ে জলই কিনলাম।
দাড়ি কেটে দাড়ি গজিয়ে
মাঠে ঘাটে মশারির তলে
সৃষ্টির তালে তালে
গেলাম রসাতলে ---
তবু মন বলে
একি পাশে নাই কেহ!
ডাকছি যাকে-তাকে
সাড়া দিল, আসল না কাছে----
-----------------------------------------
অসাধারণ
ReplyDeleteHi
ReplyDeleteভালো উদ্যোগ
ReplyDelete