ব্যাপকের তরে ব্যপকতর
আরামের তরে আরাম-
সূর্য ঢাকতে কাঁচ
উন্নতির নামে ফ্লাই আঁশ-
জীবের শ্রেষ্ট তুমি
একমাত্র এটাই তোমার কাজ!
চরম শিখরে উঠা
উঠতে উঠতে উঠার কথা...
সময় শেষে বাজে মোহন বাঁশি-
মরত্বে গুটিয়ে নেবে পাততাড়ি
!
রেখে যাবে নিকৃষ্ট
মানবতাহীন পাশবিকতার কাহিনি
...
No comments