অনেকেই ইংরেজি পড়তে ও লিখতে ভয় পাই। ইংরেজি দেখলেই পিছিয়ে
যাই। পড়তে চাইনা। কিন্তু বিশ্ব বাজারে ইংরেজিরই বাড়বাড়ান্ত। ঘর থেকে বাইরে বের হলেই
যত্রতত্র ইংরেজিরই দেখা মিলে কিংবা নিত্যদিনের ব্যবহার্য জিনিস পত্রেও ইংরেজি নির্দেশিকা
দেখতে পাই। সেগুলি দেখে আমরা কখনো এড়িয়ে যাই কখনো বা না দেখার ভান করি। আমি বলব, আর
নয়। একটি সহজ সরল ট্রিক্স বা কৌশল জেনে নিয়ে ইংরেজি পড়ার ভীতি দূর করে ফেল।
আমরা প্রথমে Tense কে
খুব সহজ ভাবে বুঝব। সাধারণত Tense মানে আমরা কাল বা সময়কে বুঝি। কিন্তু ইংরেজি ভাষায়
একটি বাক্যের সময়কে নির্দেশ করে। বাক্যের সময়কে যদি বুঝে যাই তাহলে ইংরেজি ভাষা শেখা
থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। আমি তোমাদের
খুব সহজ ট্রিক্স দিয়ে শেখাব। একবার শিখলে জীবনে ভুলবেন না। ইংরেজিতে মাস্টার্স হয়ে
যাবে। শুধু ধৈর্য ধরে আমার সঙ্গে কয়েকটা দিন থাক। কথা দিলাম মাস্টার্স হবেই হবে।
মনে রাখবে, কোনো ভাষা শিখতে গেলে ওই ভাষার মতো করে ভাবতে
হবে। তবে এই নয় যে, ইংরেজি মানে ব্রিটিশদের মতো সব কিছু। শুধু ভাবটা নিতে হবে। আর ভাবনাতো
নিজের নিজের মতো করে লাগিয়ে দেবে। চল শেখা যাক।
আমি যদি বলি,
১. আমি ভাত খাই।
২. আমি ভাত খেয়েছিলাম।
৩. আমি ভাত খাব।
সহজে বলবে, প্রথমের বাক্য
দিয়ে এখন বা বর্তমানের সময়কে নির্দেশ করছে। তাই এটা বর্তমানের ঘটনা বা কাজ। এটাকে আমরা,
বর্তমান বা Present Tense বলি।
দ্বিতীয় বাক্যে খাওয়া
কাজটা হয়ে গেছে। অতএব কাজটা অতীত হয়ে গেছে। তাই এটা অতীত কাল বা Past Tense ।
তৃতীয় বাক্যে খাওয়া কাজটা
হবে। অর্থাৎ কাজটা করা হবে। এখনও কাজটা করা হয়নি। অর্থাৎ ভবিষ্যতে হবে। এই জন্যই আমরা
এই ধরণের কাজ বা ঘটনাকে ভবিষ্যৎ কাল বা Future Tense বলি।
১. Present Tense বা বর্তমান
কাল।
২. Past Tense বা অতীত
কাল।
৩. Future Tense বা ভবিষ্যৎ
কাল।
তাহলে বোঝা গেল Tense
তিন প্রকার। এই তিন প্রকার Tense বা কালেই বা সময় অনুসারে ইংরেজি ভাষা ব্যবহার হয়।
আমরা ধাপে ধাপে এই তিন Tense কে জানব।
তবে প্রত্যেকটা Tense এর চারটা করে ভাব থাকে। সাধারণ, চলমান,
এইমাত্র শেষ হওয়া, আগে শুরু হয়ে এখনও চলা।
ইংরেজিতে এগুলিকে বলছে-
Indefinite or Simple, Continuous, Perfect & Perfect Continuous.
খুব সহজভাবে-
|
Tense |
||
|
Past Indefinite |
Present Indefinite |
Future Indefinite |
|
Past
Continuous |
Present Continuous |
Future Continuous |
|
Past Perfect |
Present Perfect |
Future Perfect |
|
Past
Perfect Continuous |
Present Perfect Continuous |
Future Perfect Continuous |
আজ আমরা বর্তমানের সাধারণ
বা Persent Indefinite Tenseটি জানব।
যদি বাক্যটা সাধারণভাবে
হ্যাঁ বাক্যে লিখতে হয় তাহলে এভাবে লিখবে। যেমন-
১. আমি ভাত খাই।
এটা বর্তমানের সাধারণ
কালে হ্যাঁ বাচকে আছে। ইংরেজিটা হবে I eat rice. এতে সহজ ভাবে বোঝা গেল। Subject এর
পর Verb, Verb এর পর Object। ব্যাস হয়ে গেল। কিন্তু
নিয়মটা হল- S + V + O
২. আমি ভাত খাই না।
বর্তমানের সাধারণ কালে
না বাচকে বলতে গেলে, লিখতে হবে I do not eat rice. অর্থাৎ Subject এর পর do সাহায্যকারী
Verb এবং Not না বাচক শব্দ লিখে মূল Verb এবং বাকি অংশ লিখতে হবে।
নিয়মটা হল- S + Do +
Not + V + O.
৩. আমি কি ভাত খাই?
বর্তমানের সাধারণ কালে
প্রশ্নবোধক হ্যাঁ বাচকে বলতে গেলে, লিখতে হবে Do I eat rice. খালি হ্যাঁ বাচক বাক্যের শুরুতে সাহায্যকারী Verb নিয়ে গেলেই হবে।
নিয়মটা হল- Aux. + S + V + O.
৪. আমি কি ভাত খাই না?
বর্তমানের সাধারণ কালে
প্রশ্নবোধক না বাচকে বলতে গেলে, লিখতে হবে
Don`t I eat rice. খালি Subject এর আগে সাহায্যকারী Verb আর Not না বাচক শব্দটি বসাতে হবে। ব্যাস।
নিয়মটা হল- Aux. +
Not + S + V + O.
আমরা সাধারণত এই চার ধরণের
বাক্য ব্যাবহার করে থাকি।
কিছু নিয়মঃ
১. Verb Third Person
Singular Number হলে Verb এর সঙ্গে s/es যুক্ত হয়।
যেমন- সে ভাত খায়। ইংরেজিটা
হবে – He eats rice. এখানে Verb eat এর সঙ্গে s/es যুক্ত হয়েছে।
২. না বাচক বাক্যে
Not শব্দটা Noun এর আগে এবং Pronoun পরে বসবে।
যেমন- রাম কি যায় না?
Does not Ram go? এখানে Ram, Noun এর আগে Not শব্দটা বসেছে।
আবার, সে কি যায় না?
Does he not go? এখানে he, Pronoun পরে
Not শব্দটা বসেছে।
উপরের নিয়ম অনুসারে অনুশিলনীটি
সমাপ্ত কর। (বাংলা থেকে ইংরেজি কর।)
অনুশিলনীঃ ১
|
১. |
২. |
|
আমি ইংরেজি পড়ি। |
তুমি ইংরেজি পড়। |
|
আমি ইংরেজি পড়ি না। |
তুমি ইংরেজি পড় না। |
|
আমি কি ইংরেজি পড়ি? |
তুমি কি ইংরেজি পড়? |
|
আমি কি ইংরেজি পড়ি না? |
তুমি কি ইংরেজি পড় না? |
|
৩. |
৪. |
|
সে ইংরেজি পড়ে। |
তারা ইংরেজি পড়ে। |
|
সে ইংরেজি পড়ে না। |
তারা ইংরেজি পড়ে না। |
|
সে কি ইংরেজি পড়ে? |
তারা কি ইংরেজি পড়ে? |
|
সে কি ইংরেজি পড়ে না? |
তারা কি ইংরেজি পড়ে না? |
|
৫. |
৬. |
|
রাম ইংরেজি পড়ে। |
রাম ও শ্যাম ইংরেজি পড়ে। |
|
রাম ইংরেজি পড়ে না। |
রাম ও শ্যাম ইংরেজি পড়ে না। |
|
রাম কি ইংরেজি পড়ে? |
রাম ও শ্যাম কি ইংরেজি পড়ে? |
|
রাম কি ইংরেজি পড়ে না? |
রাম ও শ্যাম কি ইংরেজি পড়ে না? |
চলবে.. .. .. ..
No comments