Header Ads

প্রকৃতির কাছে






অন্ধকারে বসে আছি মা,
হাত-পা-চোখ সবই চলছে
আমি চলতে পারছি না।

আজ অনেকদিন হল
এক জায়গায় একই রকম
নীরব নিস্তব্ধ হয়ে, আর কতোদিন
পঙ্গু নিথর পাথর হব।

মা, সেদিন আমার চোখ ছিল না
পথ দেখিয়েছ, নিয়ে গেছ অসীম সাগরে
আজ চোখ পেয়েছি বলে আটকে দিলে
আটকে দিলে চার দেওয়ালের ঘরে
পরিবারহীন বিচ্ছিন্ন দ্বীপে!!

আমি কিন্তু হাল ছাড়বনা
তোমার দেওয়া চোখে
আর বুজে থাকবনা
অবিরত চলব নতুনের খোঁজে... 

 

No comments

Powered by Blogger.