চার দেওয়ালে
চার দেওয়ালে
পথ আমার বাঁধা, ডিঙি আমার ঘটে
দিনগুলি কাটিয়ে দিয়ে,
পাজর সব উজার করে একদিন চলে যাব
মরম লাগা বুকে।
আমারও সখ হয়, পাখি হয়ে নাচতে ।।
ধুলি ওরা পথে সবুজ ঢেকে যায়
পাতাই দেখা যায় না! পাখি হয়ে লুকাবে কী করে?
অর্থ আর অর্থ উন্নতির মণিকোঠায়
আমিই শুধু পরে আছি
পিছু পিছু সবুজ কাকতালীয় পাড়ায়!!
ওরা একদিন পাখিদের জায়গা নিল কেড়ে
পাখিরা উড়ল আকাশে...
কাঁদল কাঁদল নিজেদের মুক্ত করার তাগিদে
ব্যার্থ হল না তারা, ঊরে এল নীরবে
তোমরা যেদিন বন্দি হলে তোমাদের বানানো চারদেওয়ালে।

No comments