আমি থাকি
আমার পাশে নেই বুদ্ধির কারিগরেরা
আমার পাশে নেই অর্থবান যুধিষ্ঠির
আমি যে গান গেয়ে উড়িয়ে বেড়াই
চারিদিকে ছেলে-পুলেদের সবুজ লাগাই.. ..
সবুজ মনের জীবরে তুই
অহংকারে ধূসর হলি,
এটা ওটা করতে করতে
অসীম মায়া জালে জড়িয়ে গেলি
জালের তাঁর ছিড়তে ছিঁড়তে
একদিন প্রাণবায়ু হারালি।
অসম্ভব যাতনায় শুধু হা হুতাস করলি …
আমি যে গান গেয়ে উড়িয়ে বেড়াই
মরতে বসেও আনন্দে সবুজ লাগাই…


No comments