মাইকেল মধুসূদন দত্ত
মাইকেল মধুসূদন দত্ত
ঊনবিংশ শতাব্দীর
শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার।
বাংলার সাহিত্যের নবজাগরণের অগ্রদূত।
জন্ম |
২৫ জানুয়ারি ১৮২৪, যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে। |
মৃত্যু |
২৯ জুন ১৮৭৩ খ্রিস্টাব্দে (বয়স ৪৯) |
পিতা |
রাজনারায়ণ দত্ত |
মাতা |
জাহ্নবী দেবী |
ছদ্মনাম |
টিমোথি পেনপোয়েম |
Ø ইংরেজি ভাষা শিক্ষা শুরু করেন।
Ø অত্যন্ত সাহিত্যরসিক ও মেধাবী ছিলেন।
Ø ছাত্রজীবনেই সাহিত্যচর্চা শুরু করেন।
Ø ডিরোজিওকে কেন্দ্র করে ইয়ং বেঙ্গল দলের দ্বারা প্রভাবিত হন এবং ইংরেজী ভাষায় সাহিত্য চর্চা শুরু করেন।
Ø ১৮৪৩ সালে তিনি খ্রিস্টধর্ম গ্রহণ করেন।
Ø ইংরেজি সাহিত্যের কবি বায়রন, মিল্টনের মতো প্রতিষ্ঠা পেতে চেয়েছিলেন।
Ø এরপর গ্রীক, ল্যাটিন, সংস্কৃত, জার্মান, ইতালি প্রভৃতি ভাষায় দক্ষতা অর্জন করেন।
Ø ১৮৬২ সালে তিনি বিলেত যান।
Ø বিলেত যাওয়ার আগেই শর্মিষ্ঠা,(১৮৫৯) একেই কি বলে সভ্যতা’(১৮৬০) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ,(১৮৬০) পদ্মাবতী,(১৮৬০) কৃষ্ণকুমারী,(১৮৬১) তিলোত্তমাসম্ভব কাব্য,(১৮৬০) মেঘনাদবধ কাব্য,(১৮৬১) ব্রজাঙ্গনা কাব্য,(১৮৬১) বীরাঙ্গনা কাব্য(১৮৬২) ইত্যাদি কাব্য ও নাটক রচনা করেন।
ব্যাখ্যা পেতে ভিডিওতে ক্লিক করঃ
No comments