Header Ads

অন্নদার আত্মপরিচয় কবিতাটির প্রশ্নোত্তর (Mock Test- 2)

 Ø অন্নদার আত্মপরিচয় কবিতাটির বিষয় সংক্ষেপ

দ্মবেশীনি দেবী অন্নদা গাঙ্গিনী নদীর তীরে উপস্থিত হয়। নদী পার হওয়ার জন্য পাটনীকে ডাকেন। পাটনী নারী কণ্ঠস্বর শুনে দ্রুত নৌকা নিয়ে এলো কিন্তু সঠিক পরিচয় না পেলে একাকিনী কুলবধুকে সে পার করে কোন বিপদে পড়তে চায় না। বাধ্য হয়ে ছদ্মবেশিনী দেবী সবিশেষে- বিশেষণে নিজের পরিচয় দিয়েছে।

তার পিতা মুখোপাধ্যায় বংশজাত। স্বামী বন্দ্যোপাধ্যায় বংশের কুলীন। পিতামহ তার নাম দিয়েছে অন্নপূর্ণা। তার স্বামী অনেক বিয়ে করায় তার প্রতি বিরূপ তার স্বামী অত্যন্ত বৃদ্ধ এবং নেশা ভান খেতে দক্ষ তার স্বামী গুনহীন। সবসময় তার সঙ্গে ঝগড়া করে। গঙ্গা নামে সতিনকে ভালোবাসে, তাকে শিরোমণি করে রাখে। ঘরে ঘরে ঘুরে বেড়ানো এমন স্বামীর সঙ্গে তাকে বিয়ে দিয়েছে এই জন্য অভিমান করে তার ভাই সমুদ্রে ঝাঁপ দিয়েছে। এখন যে তাকে ভালবাসে, সে তারই ঘরে যায়। সহজ সরল পাটনী এই পরিচয় পেয়ে নৌকায় উঠে আসতে বলেছে।

কিন্তু দেবীর আত্মপরিচয় দ্ব্যর্থক ছিল। প্রকৃত পরিচয়টি হল, পর্বত শ্রেষ্ঠ হিমালয় তার পিতা স্বামী সকলের বন্দনীয় মহাদেব পিতামহ দেবাদিদেব ব্রহ্মা তার নাম দিয়েছে অন্নপূর্ণা। সকলের প্রভু বামদেব তার স্বামী। অনন্তকাল থেকে মুক্তিলাভে সিদ্ধ পুরুষ। পৃথিবী সম্বন্ধীয় কথায় নীলকণ্ঠ শিব অন্নপূর্ণার সাথে সবসময় আলোচনা করে। গঙ্গা নামে একটি স্রোতস্বিনীকে মাথায় ধারণ করেছে। পাথরের মতো কঠিন পিতা হিমালয় এই রকম স্বামীর সঙ্গে বিয়ে দিয়েছে। আর হিমালয়ের অংশ মৈনাক ইন্দ্রের ভয়ে সমুদ্রে ডুবে গেছে দেবী তাকে ভাই বলে সম্বোধন করেছে। এখন যেই তাকে ভালোবাসে বা আরাধনা করে সে তার ঘরেই যায়।

সব কিছু শুনে পাটনী তাকে নৌকায় বসতে বলে। এবং তার পায়ের স্পর্শে কাঠের সেঁউতি সোনায় পরিণত হয়। তা দেখে ঈশ্বরী পাটনীর মনে হয়- “এ ত মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়”। ফলে নদীপাড়ে পৌঁছে ভীত সন্ত্রস্ত পাটনীকে দেবী তাকে বর দিয়ে অদৃশ্য হয়ে যায়।


No comments

Powered by Blogger.