বঙ্গভাষা মাইকেল মধুসূদন দত্ত (অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর)
বঙ্গভাষা
মাইকেল মধুসূদন দত্ত
প্রশ্নাবলীঃ
১) অতি
সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
ক) বাংলা সাহিত্যে কবি মাইকেল মধুসূদন দত্ত কি নামে পরিচিত?
উত্তরঃ বাংলা
সাহিত্যে কবি মাইকেল মধুসূদন দত্ত মধুকবি নামে পরিচিত।
খ) কবি
মধুসূদন দত্তের লেখা বঙ্গভাষা কবিতাটি প্রথম অবস্থায় কী
নাম ছিল?
উত্তরঃ কবি
মধুসূদন দত্তের লেখা ‘বঙ্গভাষা’ কবিতাটি প্রথম অবস্থায় নাম ছিল ‘মাতৃভাষা’।
গ) কবির একটি বিখ্যাত নাটকের নাম লেখ।
উত্তরঃ কবির একটি বিখ্যাত নাটক হল কৃষ্ণকুমারী।
ঘ) মাইকেল
মধুসূদন এর একটি বিখ্যাত কাব্যের নাম লেখ।
উত্তরঃ মাইকেল
মধুসূদন দত্তের একটি বিখ্যাত কাব্যের নাম ‘মেঘনাদবধ কাব্য’।
২। সংক্ষিপ্ত
প্রশ্নোত্তর
ক) মাইকেল
মধুসূদনের দুটি প্রহসনের নাম লেখ।
উত্তরঃ মাইকেল
মধুসূদনের দুটি প্রহসন হল ‘একেই কি বলে সভ্যতা’ (১৮৬০) এবং ‘বুড়ো শালিকের
ঘাড়ে রোঁ ’(১৮৬০)।
খ) কুললক্ষ্মী বলতে কী বোঝানো
হয়েছে?
উত্তরঃ কুললক্ষ্মী বলতে আক্ষরিক
অর্থে বংশের আরাধ্যদেবীকে বোঝানো হয়েছে। কিন্তু মাতৃভাষায় কবিতা রচনার দৈবীপ্রেরণাকে কবি মাতৃভাষার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে কল্পনা করেছেন।
গ) চতুর্দশপদী
কবিতা কি?
উত্তরঃ চতুর্দশপদী
হল একধরনের কবিতা। এর প্রথম সূচনা হয় ইতালিতে, মধ্যযুগে।
এর বৈশিষ্ট্য হল ১৪টি চরণে ১৪টি করে অক্ষর থাকবে।
প্রথম আত চরণকে অষ্টক, পরের ছ্যটি চরণকে ষষ্টক বলে। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং
ষষ্টকে ভাবের পরিণতি থাকে।
ঘ) “পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি” বলতে কবি কী বোঝাতে
চেয়েছেন?
উত্তরঃ কবি মাইকেল
মধুসূদন দত্ত বিদেশি ভাষা সাহিত্যে প্রতিষ্ঠা পেতে নিজের
ভাষা সংস্কৃতিকে ত্যাগ করেছেন। বিদেশি সাহিত্যে প্রতিষ্ঠা পাওয়ার জন্য অনাহারে অনিদ্রায় দিন যাপন করেছেন। নিজের ধন-সম্পদকে ফেলে অন্যের কাছে হাত পেতে থাকায় ভিক্ষাবৃত্তির
সঙ্গে তুলনা করেছেন। তিনি খারাপ সময়ে আচরণ করেছেন বলে, নিজের ভাষা সাহিত্যকে ত্যাগ করে পরের ভাষা সাহিত্যে
প্রতিষ্ঠা পেতে চেষ্টা করেছেন।
No comments