Header Ads

Header ADS

লকডাউনে অনলাইন শিক্ষা

         লকডাউনে অনলাইন শিক্ষা

    নাজমিন সুলতানা, ১২ জুন,২০২১:- জীবন যুদ্ধে  আমাদের সকলকেই অনেক  কঠোর পরিস্থিতির  সম্মুখীন হতে হয়, তবুও পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। বাস্তবটা যে এতটাই কঠিন তা এই করোনা মহামারী সকলকে শিক্ষা দিয়ে দিচ্ছে। জীবনের এই কঠিন সংগ্ৰামে এবং বাস্তবতাকে মাথায় রেখে পড়ুয়া ছাত্র-ছাত্রীরা নিজেদের গুটিয়ে নিলে চলবে নাতাই সকল পড়ুয়াদের জন্য অনলাইন আ্যপগুলোর অবদান অপরিসীম।এই আ্যপগুলো বর্তমান পরিস্থিতিতে পড়াশুনা চালু রাখার একমাত্র মাধ্যম হয়ে উটেছে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো Google meet, goggle classroom, Zoom Cloud, BYJ'S ইত্যাদি অনুসরন করে নিজেদের শিক্ষা দান ব্যবস্থা চালু রাখছে।

    এই করোনা মহামারীর কারণে যে লকডাউন চলছে তা এতো সহজে আনলক হবে না তাই সকল পড়ুয়াদের নিয়মিত অনলাইন শিক্ষার মাধ্যমে নিজেদের পড়াশুনা চালিয়ে যেতে হবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে প্রযুক্তিবিদ্যার অপব্যবহার করলে চলবে না।এই কঠিন পরিস্থিতিতে নিজেদের জীবনকে‌ বিলিয়ে দিলে অন্ধকারাচ্ছন্ন জীবন কাটাতে হবে কারণ আজকালকার যুগে পড়াশুনা হলো স্বাবলম্বী হওয়ার একমাত্র মাধ্যম সেই মাধ্যমটাকে এখন কাজে লাগাতে হবে ঘরে সবেই।

    অবশেষে, অনলাইন শিক্ষার জন্য সকল পড়ুয়াদের জীবন অনেক দুশ্চিন্তামুক্ত হয়েছে সেটা একমাত্র সাধ্য হয়েছে প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলস্বরূপ। সরকার সকল ধরনের উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছে, যদিও প্রকৃতির কাছে সকলেই নিরুপায়। সকলের সক্রিয় সহযোগিতার ধরুন এই কঠিন পরিস্থিতিতে নিজেদের পড়াশুনাকেও এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু পরাশুনার সাথে সাথে নিজেদের শারীরিক ভাবেও সুস্থ এবং করোনামুক্ত রাখতে হবে

 



প্রতিবেদনটি লিখেছেন দ্বিতীয় বর্ষের ছাত্রী নাজমিন সুলতানা

বিঃ দ্রঃ এটি শিক্ষণমূলক প্রতিবেদন। এতে কোথাও মিল খুজে পেলে সেটি কাকতালীয়। 


No comments

Powered by Blogger.