আমি ও আমার গ্ৰাম : নাজমিন সুলতানা
আমি ও আমার গ্ৰাম
করিমগঞ্জ, ৬ জুন:- সেই নবান্ন সম্পূর্ণ গ্ৰামটির নাম হচ্ছে নারায়ণগঞ্জ, যে গ্ৰামে আমি জন্মগ্ৰহণ করেছি এবং শৈশব কাল ও কাটিয়েছি। চারিদিকে দিগন্তশায়ী বিস্তীর্ণ মাঠে, মাঝখানে রয়েছে সবুজ দ্বীপের মতো স্বপ্নমাখা আমার এই গ্ৰামটি। আমার এই গ্ৰামের অধিকাংশ লোকই কৃষিজীবি। ধান আমাদের গ্রামের প্রধান উৎপন্ন ফসল। শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও আমাদের গ্রাম আজ আর পিছিয়ে নেই। আসামের অনেক উন্নত গ্ৰামের মতই আমাদের গ্ৰামে বিভিন্ন সম্প্রদায় ও বিভিন্ন পেশার লোক বসবাস করে।
আমাদের গ্ৰামের অনেক ছেলে-মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার ও শিক্ষক হয়ে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করে চলেছে। আমাদের গ্রামে যোগাযোগ ব্যবস্থাও অনেকটাই উন্নতমানের। গ্ৰামের সকল প্রান্ত থেকেই পাকা সড়কও রয়েছে । বছরের বারো মাসই রাস্তা দিয়ে বাস, ট্রাক, সাইকেল প্রভৃতি চলাচল করে।
আমার এই গ্ৰামটি আমার প্রাণের চেয়েও প্রিয়। কোনো সম্পদেরও অন্ত নেই আমার এই গ্ৰামে। এক কথায় আমার গ্ৰামটির মধ্যে আছে স্বয়ং সম্পূর্ণতা ও বাস্তবায়নতা যা আমার হৃদয়কে সর্বদা স্পর্শ করে থাকে।
প্রতিবেদক
No comments