ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি
খ) ব্যঞ্জনসন্ধি
দিক্ + বিজয়ী = দিগ্বিজয়ী ক +
ব
বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর ক + আ
এখানে প্রথম উদাহরনে ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলন আর দ্বিতীয় উদাহরণে
ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন ঘটে। অতএব ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের
আর ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন প্রক্রিয়াকে ব্যঞ্জনসন্ধি বলে।
ব্যঞ্জন সন্ধি কখন হয়?
১। ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলনে।
২। ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে ।
৩। স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলনে।
৪। পূর্বপদের শেষবর্ণ ও পরপদের শুরুতে যেকোনো একটি যদি ব্যঞ্জন হয় অপরটি তখন
স্বরবর্ণ হবেই।
কিছু নিয়মাবলী –
১।
আগে |
পরে |
পরিবর্তিত
অংশ |
উদাহরণ |
ক্ চ্ ট্ প্ |
স্বরবর্ণ |
ক > গ |
বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর ক + আ |
বর্গের
তৃতীয় বা চতুর্থ বর্ণ |
চ
> জ |
ণিচ্
+ অন্ত = ণিজন্ত |
|
য, র্ ল ব হ |
ট > ড |
ষট্ + যন্ত্র = ষড়্যন্ত্র |
|
|
প
> ব |
সুপ্
+ অন্ত = সুবন্ত |
স্বরবর্ণ, বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ, য, র্ ল ব হ পরে থাকলে পূর্ব পদের
শুরুতে ক স্থানে গ্ , চ্ স্থানে জ্ , ট্ স্থানে ড্ , এবং প্ স্থানে ব্ হয়।
দিক্ + অন্ত = দিগন্ত,
দিক্ + ভ্রম = দিগ্ভ্রম ,
দিক্ + বিজয়ী = দিগ্বিজয়ী ,
অপ্ + জ = অব্জ।
২.
আগে |
পরে |
পরিবর্তিত
অংশ |
ৎ (ত্), দ |
স্বরবর্ণ, গ্ ঘ্ দ্ ধ্ ব্ ভ্ য্ ব্ র্ |
ৎ (ত্), দ্ > দ্ |
পূর্ব পদের শেষে ৎ (ত্), দ এবং পরপদের শুরুতে স্বরবর্ণ, গ্ ঘ্ দ্ ধ্ ব্
ভ্ য্ ব্ র্ থাকলে ৎ (ত্), দ্ স্থানে দ্ হয়।
অন্যভাবে, দ্ স্থানে বিভাজিত হলে পূর্ব
পদের শেষে ৎ (ত্), দ হয়। আর পরপদের শুরুতে স্বরবর্ণ, গ্ ঘ্ দ্ ধ্ ব্ ভ্ য্
ব্ র্ মিলে সন্ধি হয়।
যেমন –
জগদীশ্বর = জগৎ + ঈশ্বর সদ্বংশীয়
= সৎ + বংশীয়
উদ্যত = উদ্ + যত হরিদ্বর্ণ
= হরিৎ + বর্ণ
৩.
আগে |
পরে |
পরিবর্তিত
রূপ |
উদাহরণ |
সূত্র |
ৎ (ত্), দ্ |
চ্ ছ্ |
ৎ (ত্), দ্ > চ্ |
উদ্ + চারণ = উৎচারণ সৎ + চিদানন্দ = সচ্চিদানন্দ |
পূর্ব পদের শেষে ৎ (ত্), দ্ এবং পরপদের আগে
চ্ ছ্ থাকলে ৎ (ত্), দ্ স্থানে চ্ হবে। |
জ্ ঝ্ |
ৎ (ত্),
দ্ > জ্ |
উদ্
+ জ্বল = উজ্জ্বল যাবৎ
+ জীবন = যাব্জজীবন |
পূর্ব
পদের শেষে ৎ (ত্), দ্ এবং পরপদের আগে জ্ ঝ্ থাকলে ৎ (ত্), দ্ স্থানে জ্ হবে। |
|
ট্ ঠ্ |
ৎ (ত্), দ্ > ট্ |
তদ্ + টীকা = তট্টীকা |
পূর্ব পদের শেষে ৎ (ত্), দ্ এবং পরপদের আগে
ট্ ঠ্ থাকলে ৎ (ত্), দ্ স্থানে ট্ হবে। |
|
ৎ (ত্), দ্ |
ড্ ঢ্ |
ৎ (ত্),
দ্ > ড্ |
উদ্
+ ডীন = উড্ডীন |
পূর্ব
পদের শেষে ৎ (ত্), দ্ এবং পরপদের আগে ড্ ঢ্ থাকলে ৎ (ত্), দ্ স্থানে ড্ হবে। |
ল্ |
ৎ (ত্), দ্ > ল্ |
উদ্ + লিখিত = উল্লিখিত বিদ্যুৎ + লেখন = বিদ্যুল্লেখন |
পূর্ব পদের শেষে ৎ (ত্), দ্ এবং পরপদের আগে ল্ থাকলে ৎ (ত্), দ্ স্থানে ল্ হবে। |
|
শ্ |
ৎ (ত্),
দ্ > চ্ শ্
> ছ্ |
উদ্
+ শ্বাস = উচ্ছ্বাস চলৎ +
শক্তি = চলচ্ছক্তি |
পূর্ব
পদের শেষে ৎ (ত্), দ্ এবং পরপদের আগে শ্
থাকলে ৎ (ত্), দ্ স্থানে দ্ এবং শ্ স্থানে ছ্ হবে। |
|
হ্ |
ৎ (ত্), দ্ > দ্ হ্ > ধ্ |
উদ্ + হৃত = উদ্ধৃত পদ্ + হতি = পদ্ধতি জগৎ + হিত = জগদ্ধিত |
পূর্ব পদের শেষে ৎ (ত্), দ্ এবং পরপদের আগে হ্ থাকলে ৎ (ত্), দ্ স্থানে দ্ এবং হ্ স্থানে
ধ্ হবে। |
৪.
আগে |
পরে |
পরিবর্তিত
রূপ |
উদাহরণ |
সূত্র |
দ্ ধ্ |
ক্ খ্ ত্ থ্ প্ ফ্ স্ |
দ্ ধ্ > ৎ (ত্) |
তদ্ +সম = তৎসম ক্ষুধ্ + পিপাসা = ক্ষুৎপিপাসা আপদ্ + কাল = আপৎকাল তদ্ + পুরুষ = তৎপুরুষ |
পূর্ব পদের শেষে দ্ ধ্ এবং পরপদের আগে ক্
খ্ ত্ থ্ প্ ফ্ স্ থাকলে দ্ ধ্ স্থানে ৎ (ত্)হবে। |
৫.
আগে |
পরে |
পরিবর্তিত
রূপ |
উদাহরণ |
সূত্র |
ন্ ম্ |
ক থেকে ম পর্যন্ত যেকোনো বর্ণ থাকলে। |
বর্গের পঞ্চম বর্ণ হবে। যেমন- ক > ঙ চ > ঞ ইত্যাদি। |
দিক্ + মন্ডল = দিঙ্মন্ডল সম্ + চয় = সঞ্চয় সম্ + ধান = সন্ধান সম্ + পূর্ণ = সম্পূর্ণ শাম্ + তি = শান্তি |
পূর্ব পদের শেষে ন্ ম্ এবং পরপদের আগে ক থেকে
ম পর্যন্ত যেকোনো বর্ণ থাকলে বর্গের পঞ্চম বর্ণ হবে। |
৬.
আগে |
পরে |
পরিবর্তিত
রূপ |
উদাহরণ |
সূত্র |
ন্ ম্ |
ক্ খ্ গ্ ঘ্ শ্ স্ হ্ |
ন্
ম্ > ং |
দন্ + শন = দংশন প্রশন্ + সা = প্রশংসা সম্ + কীর্তন = সংকীর্তন সম্ + গোপন = সংগোপন (সঙ্গোপন) সম্ + ঘাত = সংঘাত সম্ + বরণ = সংবরণ |
পূর্ব পদের শেষে ন্ ম্ এবং পরপদের আগে ক্
খ্ গ্ ঘ্ শ্ স্ হ্ থাকলে ন্ ম্ স্থানে ং হবে। |
৭.
আগে |
পরে |
পরিবর্তিত
রূপ |
উদাহরণ |
সূত্র |
ষ্ |
ত্ থ্ |
ত্ > ট্ থ্ > ঠ্ |
বৃষ্ + তি = বৃষ্টি ষষ্ + থ = ষষ্ঠ |
পূর্ব পদের শেষে ষ্ এবং পরপদের আগে ত্ থ্
থাকলে ন্ ত্ স্থানে ট্ থ্ স্থানে ঠ্ হবে। |
বিসর্গ সন্ধি
Ø
বিসর্গের সঙ্গে স্বরবর্ণের
মিলন।
Ø
বিসর্গের সঙ্গে ব্যঞ্জবর্ণের
মিলন।
Ø
পূর্বপদের শেষ বর্ণ
বিসর্গ এবং পরপদের প্রথম বর্ণ স্বর বা ব্যঞ্জন বর্ণ হয়।
কিছু নিয়মাবলীঃ
১.
আগে |
পরে |
পরিবর্তিত
রূপ |
উদাহরণ |
সূত্র |
ষ্ শ্ স্ র্ |
চ্ ছ্ ট্ ঠ্ ত্ থ্ |
ষ্ শ্ স্ র্ > ঃ |
চতুঃ + ট্য় = চতুষ্ট্য় দুঃ + চিন্তা = দুশ্চিন্তা ইতঃ + তত = ইতস্তত শিরঃ + ত্রান = শিরস্ত্রান |
পূর্ব পদের শেষে ষ্ শ্ স্ র্ এবং পরপদের
আগে চ্ ছ্ ট্ ঠ্ ত্ থ্ থাকলে ষ্ শ্ স্ র্ স্থানে ঃ হবে। |
২.
আগে |
পরে |
পরিবর্তিত
রূপ |
উদাহরণ |
সূত্র |
অ – কার ও বিসর্গ থাকে |
অ -কার মিলে |
ও – কারে পরিণত হয়। |
ততঃ + অধিক = ততোধিক তপঃ + বন = তপোবন পুরঃ + হিত = পুরোহিত যশঃ + লিস্পা = যশোলিস্পা ইত্যাদি । |
পূর্ব পদের শেষে অ – কার ও বিসর্গ এবং পরপদের
শুরুতে অ -কার মিলে ও – কারে পরিণত হয়। |
বি. দ্র. মনে রাখতে হবে, পূর্ব পদের শেষে অ বা আ – কার ভিন্ন স্বরের পরে যদি
বিসর্গ থাকে এবং স্বরবর্ণ, বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ বা য্ ল্ ব্ হ্ যেকোনো
একটি পরপদের বর্ণ হয় তবে বিসর্গের স্থানে র হয়।
যেমন –
নিঃ + আনন্দ = নিরানন্দ
দুঃ + অভিমান = দুরভিমান
জ্যোতিঃ + ইন্দ্র = জ্যোতিরিন্দ্র
নিঃ + নয় = নির্ণয় ইত্যাদি।
No comments