Header Ads

Header ADS

বন্ধুত্ব জীবনের অনন্ত ভাবনা - রাবিয়া

 আমরা কোন একজনকে নিজের ভালো বন্ধু বা বান্ধবী বলে মেনে নেই। যার সাথে আমাদের ভালো সম্পর্ক হয়ে যায় তাকেই বন্ধু বা বান্ধবী  হিসেবে মেনে নেই। 

আমরা জীবনে অনেক মানুষের সাথে কথা বলি, অনেকের সাথে আমাদের সাক্ষাৎ হয় কিন্তু সবাইকে আমরা আমাদের ভালো বন্ধু বা বান্ধবী বলে মেনে নিতে পারিনা। একটি ভালো বন্ধু বা বান্ধবী হচ্ছে সেই, যার সাথে আমরা বেশি সময় কাটাতে চাই। মনের ভাব সহজেই আদান প্রদান করতে পারি। সুখ দুঃখ সহজে ভাগাভাগি করে নিতে পারি।

 এই পৃথিবীতে বন্ধু বা বান্ধবী হচ্ছে পরম আল্লাহর দেওয়া অনেক সুন্দর একটি উপহার। সেটা সবাই সবাই পায়না। খুব কম মানুষই এই উপহারটি পেয়ে থাকেন। 

এই পৃথিবীতে আমি ভাগ্যবান।  নিজেকে খুবই খুবই ভাগ্যবান বলে মনে করি। কারণ আমার কাছে আল্লাহর দেওয়া এই সুন্দর উপহারটি আছে। যার নাম হচ্ছে রাবিয়া সুলতানা চৌধুরী।

 ভালো বন্ধুত্ব সেটা নয়, যেখানে শুধু একদিক থেকে গুরুত্ব দেবে অপর দিক থেকে গুরুত্ব দেবে না। সেখানে সমান গুরুত্বটা দিতে হবে। যদি কেউ কাউকে নিজের মন থেকে খুব গভীরভাবে নিজের বান্ধবী বলে মেনে নেয়, তাহলে বিপরীত দিক থেকেও সমান ভাবে সারা দিতে হবে, অনুভূতিটা অনুভব করতে হবে। যদি এরকম না হয় তাহলে মনে খুব কষ্ট লাগে ।আসলে একটি সত্যি বন্ধু বা বান্ধবী সেই হয়, যে সব সময় আমাদের সঙ্গে থাকে। সুখ দুঃখের সঙ্গী হয়। যখন কোন কারণে সবাই আমাদের বিপরীত হয়ে যায়, বিরুদ্ধ আচরণ করে তখনো সে আমাদের সঙ্গে দাঁড়িয়ে থাকবে। শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাবে। যদি কখনো আমরা খারাপ রাস্তায় চলে যাই তখন ও আমাদের সঙ্গে চলবে, পরামর্শ দেবে, আমাদের ভালো রাস্তাটা দেখিয়ে দিবে। 

একজন বলেছেন - একটি ভালো বই একশ জন বান্ধবীর সমান কিন্তু একজন ভালো বান্ধবী একটি লাইব্রেরির সমান। অন্ধকারে একজন বান্ধবীর সঙ্গে হাঁটা আলোতে একা হাটার চেয়েও ভালো। একজন বিশ্বাসী বান্ধবী 100 জন আত্মীয়ের সমান।

তাই একটি ভালো বান্ধবী সেই যার সাথে আমরা আমাদের মনের সব কথা বলতে পারি। যে সুখে দুঃখে আমাদের পাশে থাকে।

সুতরাং বেস্ট ফ্রেন্ড মানে এক আত্মা দুই দেহ। বন্ধুত্ব মানে অহেতুক পাগলামি আর সীমাহীন অধিকার । একটু দুষ্টামি আর সারা দিন অভিমান । এর মাঝেই গড়ে উঠে বন্ধুত্ব। আর বন্ধুত্ব কখনো হারায় না। সময়ের স্রোতে হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য বুঝেনা।


ভালো থেকো সবাই

রুজিনা


No comments

Powered by Blogger.