চাওয়া - পাওয়া - মমতাজ বেগম চৌধূরী
চাওয়া - পাওয়া
_________________
কি পেয়েছি, কি পাব!
১৮তেও ভাবছি বসে!
মনের মাঝে উদ্যম
নতুন স্বপ্ন হরদম -
স্বপ্ন ভেঙেছে দায়িত্বের ভারে -
নিচু হয়েছে কাধ।
বয়েস বাড়তে বাড়তে নুঝ্য হয়ে স্বীকার করছি নানা ফাঁদ;
উচ্চাকাঙ্ক্ষী মন চায় সাফল্যের চূড়া ।
বন্ধুর পথে চায় ব্যথা আর ব্যদন।।
বারে বারে ফিরে আসে -
পারবে কি তুমি?
পারবে কি তুমি ?
ঘুরে আসে উত্তর
অসম্ভব কিছু নয়!
"মনে যা চায়, সেই তো পায়"
Writter-
Mamtaj Begum Choudhury
Roll no - 01
2nd Semester
Department of Economics
Maryam Ajmal Women's College of Science and Technology, Hojai, Assam
No comments