মনে পড়ে
মনে পড়ে
পরিতোষ রায়
উৎসর্গ - বোনকে
স্কুল থেকে ফিরছি যখন
সূর্য ডোবে ডোবে---
খেলার নেশায় তোমায় নিয়ে
খেলতে গেলাম বুক ফুলিয়ে…
বাড়িতে, মা
বকছে, বকছে বাবা
চুপটি করে আছি।
ধূপ ধাপ, চুপ চাপ, কান্নাকাটি…
বলে দিলি ‘আমিই নিয়ে
গেছি’!
সকাল হলো যেই, বুক
ফুলিয়ে রই..
বাবার আনা
মোয়া টানা
ভাবখানা ‘তোমায়
দেওয়া মানা’।
ছুটে গেলে মায়ের কাছে
অনেক কিছু বলবে বলে…
বুকটা আরো দুরুদুরু
চুপটি করে রই!
বলতে বারণ; করতে
চাই
বলবে যেন, ‘কাল যে
হারিয়েছি বই’!
ধীরে ধীরে ঘরে গিয়ে, এগিয়ে
দিলাম মোয়া
সব ভুলে গাল টেনে কত্ত দিলে
ভালোবাসা
একটা নয়, দুটা
নয়, আট আটটা মাস
বই ছাড়াই পড়লাম, করলে না
কোনো ফাঁস
ফল বেরোলো, পথ বাড়লো
মারামারি রেষারেষি
এক লণ্ঠনের
আলোয় তোমায় কত্ত ভালোবাসি…
কত্ত ভালোবাসি….
No comments