দিনগুলি
জীবন এখন রসহীন
পুকুরের পদ্ম পাতার মত
দাঁড়িয়ে আছে পদ্মহীন রুক্ষ জলাশয়ে
চলে গেছে পদ্ম নাড়ীর টান ছিড়ে
বিবর্ণ সব স্মৃতিগুলি কামড় দেয় সাপ হয়ে।
তুমি সেদিন বলেছিলে
রক্ত জবার বদলে 'আসবো গোলাপ হয়ে'
জীবনের রঙ্গিন ক্যানভাস আকবে
বিবর্ণ সব দিনগুলিকে মুছে ....
একে একে দিনগুলি যায় চলে
বলেছিলে
আশার মাঝে সমুদ্রসাগর পাড়ি দিবে
রাতের রজনীগন্ধা সংগ্রহ করে
ঘানিতে পুষিয়ে নেব সংগ্রামের পথকে
চলতে পথে বন্ধুর রাতে তোমার সাথে চাঁদ দেখবো
চাঁদ উঠে আর নেবে , মনকে অস্থির করে নীরবে
তোমার আশ্বাস বাণী, বেল পাতার ত্রিমূর্তি রূপ ধরে
বিবর্ণ সব স্মৃতিগুলি মাঝে মাঝে কামড় দেয় সাপ হয়ে...
No comments