ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা [MCQ]
ভাষাবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ Linguistics। সামগ্রিকভাবে মানুষের মুখের ভাষার গঠন প্রকৃতি ও পদ্ধতি সম্বন্ধে বিজ্ঞানসম্মত চর্চার নাম ভাষাবিজ্ঞান। ভাষাবিজ্ঞান বিজ্ঞানের মতই নিত্য প্রগতিশীল এবং সক্রিয় একটি বিদ্যা। এই ধরণের MCQ/Mock Test পেতে গ্রুপে Join হতে পারেন- Click Here Eschool Online Whatsapp Group
Or follow the Youtube Channel Click Here Eschool
Follow the Facebook Page Click Here Eschool
১। ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় নয়
Explain:- মানুষের মুখের ভাষার বিজ্ঞানসম্মত চর্চাকে ভাষাবিজ্ঞান বলে।
২। ভাষাবিজ্ঞানের প্রধান শাখা নয়
Explain:- ভাষাবিজ্ঞানের প্রধান তিনটি শাখা। ক. তুলনামূলক ভাষাবিজ্ঞান খ. কালানুক্রমিক বা ঐতিহাসিক ভাষাবিজ্ঞান গ. এককালিক বা বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
৩। বিভিন্ন ভাষার সাদৃশ্য দেখে উৎস ভাষা নির্ণয় করার চেষ্টা করে
Explain:- পৃথিবীর বিভিন্ন ভাষা গুলির মধ্যে তুলনামূলক আলোচনার মাধ্যমে তাদের উৎস, অতীত রূপ, প্রকৃতি ও ক্রমবিকাশের রূপরেখা নির্মাণ করা হয়।
৪। প্রচলিত ভাষার গঠনরীতি বিশ্লেষিত হয়
Explain:- বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে, যে ভাষার কোন অতীত নিদর্শন নেই অথবা যে ভাষা এখনো পর্যন্ত লিপিবদ্ধ হয়নি সেই ভাষাকে। এই বিজ্ঞানের আলোচনার মুখ্য চারটি বিষয় হলো – ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব এবং বাগার্থ তত্ত্ব।
৫। ধনী বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব আলোচিত হয়
Explain:- ভাষার কেন্দ্রিয় চরিত্র, বিন্যাস এবং তার গঠণ প্রণালী আলোচিত হয়।
৬। ভাষা কিভাবে সমাজে কাজ করে এবং সমাজ কিভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করে তা নিয়ে চর্চা করে
Explain:- ভাষা কীভাবে সমাজে কাজ করে এবং সমাজ কীভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করে তা নিয়ে আলোচনা করে।
৭। কোন ভাষাবিজ্ঞানে ভাষার বিবর্তনের ইতিহাস আলোচিত হয়?
Explain:- সময়ের সঙ্গে সঙ্গে ভাষার যে বিবর্তন হয় এবং সেই বিবর্তনের ফলে যে যে পরিবর্তন তার নির্দেশ করা ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের অন্যতম কাজ।
৮। ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়টি কি?
Explain:- সামগ্রিকভাবে মানুষের মুখের ভাষার গঠন প্রকৃতি ও পদ্ধতি সম্বন্ধে বিজ্ঞানসম্মত চর্চার নাম ভাষাবিজ্ঞান।
৯। বিংশ শতাব্দীর গোড়ার দিকে প্রধানত ইউরোপে এবং পরবর্তীকালে মার্কিন দেশে সূত্রপাত হয় কোন্ ভাষাবিজ্ঞানের?
Explain:- বর্ণনামূলক ভাষাবিজ্ঞান সূত্রপাত বিংশ শতাব্দীর গোড়া থেকে প্রধানত ইউরোপ ও মার্কিন দেশে। সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতি বিচার বিশ্লেষণ করে।
১০। কোন্ ভাষাবিজ্ঞানে ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব আলোচিত হয়?
Explain:- এই বিজ্ঞানের আলোচনার মুখ্য চারটি বিষয় হলো – ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব এবং বাগার্থ তত্ত্ব।
এই ধরণের MCQ/Mock Test পেতে গ্রুপে Join হতে পারেন- Click Here Eschool Online Whatsapp Group
Or follow the Youtube Channel Click Here Eschool
Follow the Facebook Page Click Here Eschool
No comments