Header Ads

Header ADS

ঠুকবই : পরিতোষ রায়

 ঠুকবই


অস্থির সময়ে অস্থির তো হবই

আশার আগুনে ভরসা পুড়াবই

আগুন জ্বলুক আর না জ্বলুক

চকমকি ঠুকবই


বন্ধা প্রকৃতি 

যতই মাতৃ স্নেহ দিক

আদরে যত্নে খাওয়াক

সৃষ্টির জন্য জীবন পণ করবই...


সৃষ্টির নেশায়

পাগল হবই

নচেৎ

অতৃপ্ত, 

আস্বাদহীন ...


কষাটে গন্ধে নেশাতুর মন

চারিদিকে উত্তেজনার ফুলকি 

বেছে বেছে কুড়াবই

আগুন জ্বলুক আর না জ্বলুক

চকমকি ঠুকবই


অস্থির সময়ে অস্থির তো হবই

আশার আগুনে ভরসা পুড়াবই

কেউ থাকুক আর না থাকুক

বিপন্ন সময়ে জাগ্রত প্রেরণা 

গিলে গিলে খাবই


সৃষ্টির প্রেরণায় 

আইবুড়ো মায়ের

আঁচল ছিঁড়ে 

স্যান্ডেল বানাবই!


পদধূলিতে হিংস্র আভাস

তাকে বোঝাবই

কেউ থাকুক আর না থাকুক

বিপন্ন সময়ে জাগ্রত প্রেরণা 

গিলে গিলে খাবই..





No comments

Powered by Blogger.