Header Ads

গন্ডিতে নাই

এ পৃথিবী এখনো অতোখানি ছোট হয়ে যায়নি!
মায়ার বাধনেও কেউ রুদ্ধ থাকেনি...
শঙ্খের শেষ হয়ে যাওয়া পৃথিবীও শেষ হয়নি!
রঙিন মনে স্তব্ধতাও আটকে রাখতে পারেনি....
অকপট সচেতনে আকাশ পৃথিবীকে শুশেছি,
কৃত্রিমতার বেড়াজালে থেকেও 
অন্য পৃথিবী বানিয়েছি!

 বিষণ্ণ জমিন জুড়ে কালবৈশাখী আনি 
আকাশজুড়ে নীরবতা ভাঙ্গি
দূর দিগন্তে মানুষ মাপি
ভাট্ফুলে নুইয়ে পড়া গেয়ো-পথ,
কর্দমাক্ত ঘোলা জলের পরিশীলিত ঘ্রাণ 
জলে-কাদায় বাড়ে বাড়ে শহর খুঁজি...

ইট-পাথরের স্বার্থপরতায় 
আটপৌরে নাগরিক জঞ্জালে
শুধু বিবেক খুঁজে খুঁজে মরি!


No comments

Powered by Blogger.