Header Ads

বঙ্গভাষাঃ মাইকেল মধুসুদন দত্ত

'বঙ্গভাষা' কবিতাটি মধুসুদন দত্তের লেখা। কবিতাটি আসাম মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত HS SECOND YEAR Modern Indian Language (MIL) এর অন্তর্গত। এখানে কবিতাটির বিস্তারিত ও বস্তুনিষ্ঠ আলোচনা করা হল। আশাকরি ভিডিওটি দেখলে কবিতাটি বুঝতে এক্টুও অসুবিধা হবেনা। আরো নতুন আপডেট পেতে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ধন্যবাদ।।






ভিডিও লিংকঃ https://youtu.be/Pym5eaacFAM





সারসংক্ষেপঃ
বঙ্গভাষা বাংলা সাহিত্যের একটি সার্থক চতুর্দশপদী কবিতা। কবি বাংলা সাহিত্য ছেড়ে ইংরেজি সাহিত্যে কাব্য রচনা করে মিল্টন, বায়রনের মতো কবি হতে চেয়েছিলেন। কিন্তু নিজের বাংলা ভাষায় যে অমূল্য রত্নরাজি আছে তা তিনি প্রথম অবস্থায় বুঝতে পারেননি। পরে তা বুঝতে পেরে বাংলা ভাষার অনুগামীদের উদ্দেশে তাঁর মনের অনুরাগ এই কবিতার মাধ্যমে প্রকাশ করে।
তিনি বুঝতে পেরেছেন মাতৃভাষাকে বাদ দিয়ে বিদেশি ভাষা চর্চায় পূর্ণ সফলতা সম্ভব নয়।
বরং মাতৃভাষা চর্চার মাধ্যমেই কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যায় কবি বিদেশি ভাষাকে পরধন বলেছেন সেই পরধন লাভ করার চেষ্টাকে ভিক্ষাবৃত্তির সঙ্গে তুলনা করেছেন। পরিশেষে বুঝতে পেরেছেন মাতৃভাষার ঐশ্বর্য চর্চা করেই কালজয়ী সাহিত্য রচনা করা যায় তাই এ কবিতাটিতে কবি মাতৃভাষা ভুলে গিয়ে অন্য ভাষায় সাহিত্যচর্চায় দুঃখ এবং মাতৃভাষায় সাহিত্য রচনা পরিতৃপ্তির কথা বলেছেন





No comments

Powered by Blogger.