উৎপল দত্তের টিনের তলোয়ার
নেট ও সেট পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য
পেতে আমাদের সঙ্গে থাকুন।
আজকের বিষ্যঃ ইউনিটঃ ৬ থেকে
উৎপল দত্তের
টিনের তলোয়ার
উনবিংশ শতকে অপরিসীম আত্মত্যাগে
যারা বাংলা পেশাদার রঙ্গমঞ্চে গড়ে তুলেছেন এই নাটক তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এই
নাটকের মুখবন্ধে উৎপল দত্ত লিখেছেন, ‘‘বাংলা সাধারণ রঙ্গালয় এর শতবার্ষিকীতে
প্রণাম করি সেই আশ্চর্য মানুষগুলিকে যারা কুষ্ঠ গ্রস্থ সমাজের কোন নিয়ম মানে নাই
সমাজও যাহাদের দিয়াছিল অপমান লাঞ্ছনা, যাহারা মুৎসুদ্দিদের পৃষ্ঠপোষকতায়
থাকিয়াও ধনীদের মুখোশ খুলিয়া দিতে ছাড়েন নাই, যাহারা পশুশক্তির ব্যাদিত
মুখগহ্বরের সম্মুখে টিনের তলোয়ার নাড়িয়া
পরাধীন জাতির হৃদয়বেদনা কে দিয়েছিল বিদ্রোহ মূর্তি। যাহারা সৃষ্টিছাড়া বেপরোয়া
বাঁধনহারা উদ্যম সৃষ্টির নেশায় উন্মাদ। যাহাদের মদ্যাশক্তি আঙ্গুলি স্পর্শে ছিল
বিশ্বকর্মার যাদু, যাহাদের উল্লসিত প্রতিভায় সৃষ্টি হইল বাঙালি নাট্যশালা, জাতির
দর্পন, বিদ্রোহের মুখপাত্র। যাহারা আমাদের শৈলেন্দ্র সদৃশ পূর্বসূরী”।
1. টিনের তলোয়ার
লিখেছেন উৎপল দত্ত।
2. উৎপল দত্তের জন্ম 1929 খ্রিস্টাব্দ, মৃত্যু 1993 খ্রিস্টাব্দ।
3. নাটকের রচনাকাল
1971 খ্রিস্টাব্দ।
4. নাটকটি প্রথম অভিনীত হয় পিপলস থিয়েটার কর্তৃক রবীন্দ্র
সদনে 12 ই আগস্ট 1971 খ্রিস্টাব্দে।
5. নাটকের চরিত্র গুলি হলো বেণীমাধব, গুন্ড, যুবক, বসুন্ধরা, কামিনী, গোপাল, প্রিয়নাথ
প্রমুখ।
6. নাটকটির ঘটনাস্থল কলকাতা চিৎপুর এবং শোভাবাজার নাট্যশালা।
7. 1876 সালে নাট্য
নিয়ন্ত্রণ আইনে নাটকটির নিষিদ্ধ করা হয়।
8. নাটকটি শুরু
হয়েছে মঞ্চ জোড়া এক বিরাট পোষ্টার দিয়ে।
হই হই ব্যাপার! রৈ রৈ কাণ্ড
দি গ্রেট বেঙ্গল অপেরা
শোভাবাজার
গ্র্যান্ড প্রদর্শন অ্যাটেনশন
প্লিজ
আসিতেছে কামিং
রবি চৌধুরীর
ময়ুরবাহন নাটক
9. টিনের তলোয়ার নাটকটি উৎপল দত্তের পরিচালনায় 12 ই আগস্ট
1971 সালে পিপলস লিটল থিয়েটারের প্রযোজনায় কলকাতা শহরে রবীন্দ্র সদন মঞ্চে প্রথম
অভিনীত হয়।
10. পিপলস লিটল থিয়েটারের এটি প্রথম প্রযোজনা।
11. জাতীয় সাহিত্য
পরিষদ ১৯৭৩ খ্রিস্টাব্দের জুন মাসে এই নাটকটি প্রথম প্রকাশ করেন।
12. এই নাটকটি হিন্দি ভাষায় ‘‘তিন কি তলোয়ার’’ নামে অনামিকা বিমল্পাঠ
ও পরে দেবকান্ত শুক্লা প্রযোজনা করে মঞ্চস্থ করেন।
13.
নাটকের দৃশ্য
সংখ্যা 7 টি।
14.
নাটকের গানের সংখ্যা 10 টি।
15.
নাটকটি শুরু হয় নটবরের সংলাপ দিয়ে।
16.
নাটকটি সমাপ্ত হয় যদুর গান দিয়ে।
17.
নাটকের
ঘটনাস্থান কলকাতা।
18.
নাটকের সময়
কাল উনবিংশ শতক।
19.
নাটকের মুখ্য
চরিত্র অভিনেতা ও পরিচালক বেণিমাধব চাটুয্যে ওরফে কাপ্তেন বাবু।
20.
তরুন
ডিরোজিয়ান বুদ্ধিজীবী প্রিয়নাথ মল্লিক।
21.
দি গ্রেট
বেংগল অপেরার স্বত্বাধিকারী বেণিয়া বীর কৃষ্ণ দাঁ।
22.
আলু বিক্রেতা
ময়না- যে ক্যাপ্তেন বাবুর সাধনায় পরিণত হয় অভিনেত্রী শঙ্করীতে।
23.
মেথর এক বালতি
ময়লা বেণির পায়ে ফেলে দেয়।
24.
মেথর
ম্যানহোলের দিকে নির্দেশ করে ম্যানহোলের তলায় থাকার কথা বলেন।
25.
এই নাটকে
মহাকবি মধুসূদন দত্তের কথা আছে।
26.
মধুসূদন দত্ত দুই বছর হলো তাদেরকে ছেড়ে গেছেন।
27.
এই নাটকে ময়ূরবাহন নাটকের কথা আছে।
28.
বেণী মাধব চাটুজ্জে ক্যাপ্টেন বাবু নামে পরিচিত।
29.
বেনি মাধব চাটুজ্জে নিজেকে বাংলার গ্যারিক
বলেছেন।
30.
ইন্ডিয়ান মিরর পত্রিকা তাকে বাংলার গ্যারিক বলা
হয়েছে।
31.
গ্রেট ন্যাশনাল থিয়েটার এর অর্ধেন্দু মুস্তাফির
কথা উল্লেখ আছে।
32.
বেঙ্গল অপেরা দলের মাস্টার শ্যামবাজারের বাড়ীতে
বিদ্যাসুন্দর পালা হয়েছিল।
33.
মেজ বাবু ৫ ইয়ার নিয়ে যাত্রা শুনতে বসেছে।
34.
আসরে মালিনী আর বিদ্যা ছিল।
35.
তারা “মদন আগুন জ্বলেছে দ্বিগুন” গান করছে।
36.
১৬ বছর বয়সের দুটো ছোকরা সখি সেজে ঘুরে ঘুরে
বেড়াচ্ছে।
37.
বাবু কোটাল কে রুপোর গ্লাস দিয়ে ঢিল মেরেছিল।
38.
বেনি কোটাল সেজেছিল।
39.
নাটকে গিরিশ ঘোষ ও নীল চাঁদের উল্লেখ আছে।
40.
গ্রেট ন্যাশনাল সুন্দরী কে ফুসলিয়ে নিয়ে গেছে।
41.
বেনি তাকে নিজের হাতে গড়েছে।
42.
মানদা সোনাগাছির বেশ্যা ছিল।
43.
বেনি তাকে নীলদর্পণ এর ক্ষেত্রমনি সাজিয়েছেন।
44.
বেনি মানদাকে ময়ূরবাহন নাটকে অনুরাধার পার্ট
দিতে চেয়েছিল।
45.
নোটিসের তলায় বীরকৃষ্ণ দাঁর নাম লেখা আছে।
46.
ময়ূরবাহন কাশ্মীরের যুবরাজ।
47.
“আলু নিয়ে যায় বাড়ি বাড়ি” গানটি ময়না গেয়েছে।
48.
দ্বিতীয় দৃশ্যের শুরুতে কয়েকটি পোস্টার দেখা
যায়।
49. গ্রেট বেঙ্গল
অপেরায়, ভানুমতির চিত্তবিলা্স, রামাভিষেক, শর্মিষ্ঠা, ময়ূরবাহন নাটকের উল্লেখ আছে।
50. অভিনেতা ও গায়ক হল যদুগোপাল।
51. অভিনেতা হরবল্লভ
মুখে খবরের কাগজ চাপা দিয়ে এখনো নিদ্রামগ্ন।
52. তক্তপোষে নিদ্রামগ্ন বেণীমাধব।
53. অভিনেতা গভীর
মনোযোগ সহকারে “ভারত সংস্কার” পত্রিকা পড়ছে, আর নিমকি খাচ্ছে।
54. ইয়ং বেঙ্গল পোশাক পরা প্রিয়নাথ মল্লিক সেখানে উপস্থিত
হয়েছে।
55. টেবিলের ওপর একটি
প্রাচীন সেজবাতি আছে।
56. সেজবাতিটি মোগল
যুগের ছিল।
57. রঙ্গমঞ্চের নটবরের
কথায় প্রথম অংকের প্রথম দ্বিতীয় গর্ভাঙ্কের অভিনয় চলছে।
58. গোবরের হাতের কাগজে
বেঙ্গল অপেরার নাচ লিখেছে।
59. সেই নাচের মূল
গায়েন বেনীমাধব চাটুর্য্যে।
60. দ্বিতীয় দৃশ্যের
যদুর গানে বিদ্যাসাগর রামমোহন আর মাইকেল মধুসূদন এর নাম উল্লেখ আছে।
61. বসুন্ধরা আট আনা
বাজার করার জন্য দিয়েছিল নটবরকে।
62. নটবর নাগা
সন্ন্যাসীর কথা উল্লেখ করেছেন।
63. গোবরের মনে হয় হরবল্লভ
বাবু মরে গেছেন।
64. নাটকে কামিনীর তিনটি
পাঠ রয়েছে।
65. বসুন্ধরার গুরু হলো
অর্ধেন্দুশেখর মুস্তাফি আর বেল বাবু।
66. গোবর একটি ধাঁধাঁ
বলেছে।
67. হরবল্লভের কথায়
গ্রেট ন্যাশনাল তাদের শনি।
68. উপেন দাসের লেখা হল
সুরেন্দ্র বিনোদিনী ও শরৎ সরোজিনী।
69. বেনীর থিয়েটার
শোভাবাজারে আছে।
70. বেনি ময়নাকে
সুপর্ণখা ভেবে বিদায় করে দিতে চেয়েছে।
71. জলদের মতে ময়না
ভিখারি, সে হবে তার হিরোইন। সেটা সে মেনে নিতে পারেনি।
72. এই নাটকে
শেক্সপিয়ারের হ্যামলেট' আর ম্যাকবেথ নাটকের উল্লেখ আছে।
73. বেনি মাধব চাটুজ্জে পাথরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে, কাষ্ট
পুত্তলির চক্ষু উন্মিলন করে দিতে পারে, গাধা পিটিয়ে ঘোড়া বানাতে পারে।
74. বেনি নিজেকে বাংলার
শ্রেষ্ঠ অভিনেতা বলেছে।
75. বেনি বলেছে “আমি
শিক্ষক, আমি শ্রেষ্ঠ, আমি তাল তাল মাটি নিয়ে জীবন্ত প্রতিমা গড়ি, আমি এক দিক
থেকে ব্রহ্মার সমান, আমি দেব শিল্পী বিশ্বকর্মা”।
76. শেক্সপিয়ারের
হ্যামলেট নাটকের ওফেলিয়াই হল অনুরাধা।
77. বেণি প্রিয়নাথকে কুইন ভিক্টোরিয়ার জামাই বলে সম্মোধন
করেছে।
78. নাটকের গায়ত্রী
মন্ত্রের উল্লেখ আছে।
79. প্রিয়নাথ মল্লিক
জাতিতে স্বর্ণ বণিক।
80. প্রিয়নাথ মল্লিক
ইংরেজিতে পার্ক স্ট্রিটের সাঁ সুসী থিয়েটারে অভিনয় করেছে।
81. থিয়েটারের চুরি
করে ধরা পড়েছে প্রিয়রঞ্জন।
82. প্রিয়নাথ মল্লিক
বেনীমাধব চ্যাটার্জীকে নাটকের স্ক্রিপ্ট দিয়েছে।
83. প্রিয়নাথ মল্লিকের
নাটকের বিষয় ছিল পলাশীর যুদ্ধ।
84. ব্রিটিশদের মুখোশ
উন্মোচন প্রিয়নাথ মল্লিকের স্ক্রিপ্টের মুল বিষয়।
85. প্রিয়নাথ মল্লিকের
স্ক্রিপ্টে তারা মুড়ি খেয়ে ছিল। গোবর এর কাছে পৃষ্ঠা সংখ্যা 315 এবং যদুর কাছে
322 পৃষ্ঠা ছিল।
86. প্রিয়নাথ মল্লিক
তিন বৎসর পরিশ্রম করে এই নাটকটি রচনা করেছে।
87. যদু “সাচ্চা বুলি
আমরা বলি ভয় করিনা তাই” বলে গান গেয়েছে।
88. তলোয়ার নিয়ে
যুদ্ধ করা তাদের থিয়েটারে স্থানীয় ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে।
89. লাঠিয়াল সহ
বাচস্পতি প্রবেশ ঘটেছে।
90. নরাধম এর নাম বেনি মাধব চাটুজ্জে আর ওই বেশ্যার নাম ছিল
আঙ্গুর।
91. বাচস্পতির পুরো নাম নদের চাঁদ বাচস্পতি।
92. বাচস্পতি
বিদ্যাসাগরের নামে ছড়া কাটায়।
93. বর্ধমানের রাজা
মহাভারত রচনা করেছে যা বুঝে না দিলে বোঝা যায় না।
94. বেনি মাধব চাটুজ্জে
13 বছর বয়স থেকে বাংলা খায় 14 বছর থেকে গাজা আর আফিম খায় 16 বছর থেকে।
95. বীরকৃষ্ণ দাঁ
বেঙ্গল অপেরার স্বত্বাধিকারী, সে মুৎসুদ্দী 22 লাখ টাকা নগদ ব্যবসা করে।
96. এক মার্কিন মক্কেল
তাকে আমেরিকার মদ এনে দিয়েছে।
97. তার সঙ্গে সাহেবের
বছরে 20 লাখ টাকার ব্যবসা হয়।
98. মান দা সুন্দরী
ভুবন নিয়োগীর টাকা খেয়ে পালিয়েছে।
99. বীরকৃষ্ণ দাঁ মানদা
সুন্দরীকে ধোপাপুকুর লেনের বাড়িতে রাখতে চেয়েছে।
আরো অনেক তথ্যের জন্য এই চ্যানেলে ক্লিক করুন।
লাইক, শেয়ার এবং কমেন্টের সাথে সাবস্ক্রাইব করার আনুরোধ করছি।
100. বীরকৃষ্ণ দাঁর তিনজন রক্ষিতা রয়েছে।
101. বেঙ্গল অপেরা গত
সপ্তাহে 700 টাকা বিক্রি হয়েছে।
102. দীনবন্ধু মিত্রের সধবার একাদশী নাটকের উল্লেখ রয়েছে।
103. বীরকৃষ্ণ দাঁ ঢাকা
থেকে ১৬০০ টাকা দিয়ে একটি সাল কিনে এনেছে।
104. গীতগোবিন্দের
জয়দেব, কৃষ্ণকান্তের উইল এর ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায, শকুন্তলার কালিদাস,
মাইকেল মধুসূদন দত্তকে পয়সা দিয়ে বীরকৃষ্ণ দাঁ সাহিত্যিক হিসেবে রাখতে চেয়েছে।
105. রামনারায়ণ তর্করত্নের ভাতার খাকি নাটকের সংলাপ চলছে।
106. “সখি কত রঙ্গ জানো
তুমি, তাই রঙ্গ করো দিবা নিশি” ময়না ওরফে অনুরাধা গানটি গেয়েছে।
107.
তালব্য শ ইংরেজি S এর মত সকলে
কিঞ্চিৎ হতাশ হয়।
108.
বেনি বিক্রমের বসুন্ধরা সাবিত্রীর, ময়না অনুরাধার চরিত্রে অভিনয় করে।
109.
কাশ্মীরের অধীশ্বর দেহে নীল বিষ নিয়ে আজ পড়ে রয়েছে।
110.
ময়না সরস্বতী পূজায় বেলগাছিয়ায় সং দেখতে গিয়েছিল।
111.
গ্রেট ন্যাশনাল এর গজদানন্দ নাটকে গিরিশ নিজে গান লিখে দিয়েছে।
112.
পার্টির দালাল
পঞ্চানন শীল সাড়ে তিন লাখ টাকা লোকসান
করে দিয়েছে।
113.
সাড়ে তিন লাখ
টাকা লস খেয়ে বীরকৃষ্ণ দাঁ ঠিক করেছে থিয়েটারের ব্যবসা ছেড়ে দেবে।
114.
বেনি মাধব
চাটুজ্জে ঠিক করেছে বেনামে স্বত্বাধিকারী থাকবে আর মাইকেলের শকুন্তলা নাটক অভিনয়
করাবে।
115.
বীরকৃষ্ণ দাঁ ময়না ওরফে অনুরাধাকে পাট রানী করে রাখবে ধোপা পুকুর লেনের বাড়িতে।
116.
অমৃত লাল এর “হীরকচূর্ণ” নাটকের উল্লেখ আছে।
117.
তিতুমীর নাটকের রিহার্সেল বন্ধ হয়েছে।
118.
থিয়েটারের দলে যোগদান করে ময়নার নতুন নামকরণ
হয় শঙ্করী।
119.
জগদানন্দ কে ব্যঙ্গ করে গ্রেট
ন্যাশনাল নাটক করেছে গজদানন্দ।
120.
গজদানন্দ নাটকের গান গুলি লিখেছেন গিরিশচন্দ্র ঘোষ।
121.
বীরকৃষ্ণ দাঁ রক্ষিতা ময়নাকে টুকটুকি নামে ডাকেন।
122.
সধবার একাদশী নাটকের অভিনয় হয় সপ্তম দৃশ্যে।
123.
ময়না বীরকৃষ্ণর রক্ষিতা হওয়ার পর প্রিয়নাথ
মল্লিক ঘোড়ার আস্তাবলে কাজ নিয়েছে।
124.
হীরক চূর্ণ
নাটকটি অমৃতলাল বসুর রচনা।
125.
অমৃতলাল বসু ভূনি বাবু নামে পরিচিত।
No comments