কারক বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
কারক বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
কারক শব্দটির
তৎসম বা সংস্কৃত।
ব্যুৎপত্তিগত ভাবে
কারক কৃ ধাতু ণক বা অক প্রত্যয় দিয়ে
গঠিত।
এখানে কৃ ধাতু মানে করা আর ণক বা অক প্রত্যয় মানে সম্পাদন করা। অতএব যা ক্রিয়া সম্পাদন করে।
আগের ব্লগে কারক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। না দেখলে অবশ্যই দেখে নিন। নিচে লিঙ্ক দেওয়া হল।
এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হল। এগুলি অনুশিলনীর মাধ্যমে অবশ্যই দক্ষতা বৃদ্ধি হবে। শুভেচ্ছা রইল।
কারক ও কারক নির্ণয়ে পদ্ধতি
বিস্তারিত পেতে ক্লিক করুন এখানে
অনুশীলনী
১. বাক্যের অন্তর্গত
কোন সম্পর্ককে কারক বলে?
ক) বিভক্তির সঙ্গে ক্রিয়ার খ) পদের সঙ্গে বিভক্তির
গ) পদের সঙ্গে ক্রিয়ার ঘ) সবকটি
২. বাংলায় কারক কত
প্রকার?
ক) ৫ খ) ৬ গ) ৭ ঘ) ৮
৩. কারক নির্ণয়ে
ক্রিয়ার ধরণ কেমন হবে?
ক) গৌণ ক্রিয়া খ) মুখ্য ক্রিয়া গ) অসমাপিকা
ক্রিয়া ঘ) সমাপিকা ক্রিয়া
৪. সোমা বাজার করছেন।
সোমা – কোন কারক?
ক) কর্ম খ) করণ গ) কর্তৃ ঘ) অধিকরণ
৫. চোর পালালে বুদ্ধি
বাড়ে। চোর - কোন কারক?
ক) কর্ম খ) করণ গ) কর্তৃ ঘ) অধিকরণ
৬. তাকে সব খুলে
বল। তাকে এবং কথা - কোন কারক?
ক) কর্ম ও করণ কারক খ) করণ ও নিমিত্ত কারক
গ) মুখ্যকর্ম
ও গৌণ কর্ম ঘ) গৌণ কর্ম ও মুখ্যকর্ম
৭. অন্ধজনে দেহ আলো।
দেহ - কোন কারক?
ক) কর্ম
খ) করণ গ) কর্তৃ ঘ) অধিকরণ
৮. গঙ্গাজলে গঙ্গা
পূজা। - গঙ্গাজলে কোন কারক?
ক) কর্ম
খ) করণ গ) কর্তৃ ঘ) অধিকরণ
৯. সময়ে সবই হবে।
সময়ে - কোন কারক?
ক) কর্ম
খ) করণ গ) কর্তৃ ঘ) অধিকরণ
১০. তিলে তেল হয়।
তিলে – কোন কারক?
ক) কর্ম খ) করণ
গ) অপাদান ঘ) অধিকরণ
১১. তিলে তেল আছে।
তিলে - কোন কারক?
ক) কর্ম খ) করণ
গ) অপাদান ঘ) অধিকরণ
১২. শিকারি বেড়াল
গোঁফে চেনা যায়। গোঁফে - কোন কারক?
ক) কর্ম খ) করণ
গ) অধিকরণ ঘ) অপাদান
১৩. পিতা, আমায় বিদ্যা
দাও। আমায় - কোন কারক?
ক) করণ
খ) কর্তৃ গ) অধিকরণ ঘ) সম্প্রদান
১৪. ফলে না সকল বৃক্ষে
সুমধুর ফল। বৃক্ষে – কোন কারক?
ক) করণ
খ) কর্তৃ গ) অধিকরণ ঘ) সম্প্রদান
১৫. গুয়াহাটি থেকে
শিলং বেশি দূর নয়। গুয়াহাটি থেকে – কোন কারক?
ক) করণ
খ) কর্তৃ গ) অধিকরণ ঘ) সম্প্রদান
১৬. গুয়াহাটি, শিলং
থেকে বেশি দূর নয়। গুয়াহাটি – কোন কারক?
ক) করণ
খ) কর্তৃ গ) অধিকরণ ঘ) সম্প্রদান
১৭. ছেলে-বুড়োয় মেতে
রয়েছে। ছেলে-বুড়োয় - কোন কারক?
ক) সমধাতুজ
কর্তা খ) প্রযোজ্য কর্তা গ) সহযোগি কর্তা ঘ) ব্যতিহার কর্তা
১৮. ছেলে-বুড়োয় ঝগড়া
করে। ছেলে-বুড়োয় - কোন কারক?
ক) সমধাতুজ
কর্তা খ) প্রযোজ্য কর্তা গ) সহযোগি কর্তা ঘ) ব্যতিহার কর্তা
১৯. বুলবুলিতে ধান
খেয়েছে। বুলবুলিতে কোন কারক?
ক) করণ
খ) কর্তৃ গ) অধিকরণ ঘ) সম্প্রদান
২০. রতনে রতন চেনে।
রতনে -কোন কারক?
ক) করণ
খ) কর্তৃ গ) অধিকরণ ঘ) সম্প্রদান
২১. পুলিসে খবর দাও।
- পুলিসে কোন কারক?
ক) করণ
খ) কর্তৃ গ) অধিকরণ ঘ) সম্প্রদান
২২. ছুড়িতে কাট।
ছুড়িতে কোন কারক?
ক) করণ
খ) কর্তৃ গ) অধিকরণ ঘ) সম্প্রদান
২৩. বাড়ি পালিয়ে
কোথা যাবে? বাড়ি – কোন কারক?
ক) করণ
খ) কর্তৃ গ) অধিকরণ ঘ) সম্প্রদান
২৪. ঘরকে চল । ঘরকে - কোন কারক?
ক) করণ
খ) কর্তৃ গ) অধিকরণ ঘ) সম্প্রদান
২৫. আমি কলমে লিখি।
কলমে – কোন কারক?
ক) করণ
খ) কর্তৃ গ) অধিকরণ ঘ) সম্প্রদান
২৬. এ কলমে লেখা
সুন্দর হয়। কলমে – কোন কারক?
ক) করণ
খ) কর্তৃ গ) অধিকরণ ঘ) সম্প্রদান
No comments