Header Ads

Header ADS

কল্পবিজ্ঞান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা

 

কল্পবিজ্ঞানের বৈশিষ্ট্য


   ·       এটি এক ধরনের গদ্য রচনা। 

·         এটি বাস্তব অবাস্তবে মেশানো কল্পকাহিনি

·         কাল্পনিক হলেও কোনো না কোনো সত্যকে অনুসন্ধান করা হয়

·         রহস্য, রোমাঞ্চ ও বিস্ময়রসে পুর্ণ গল্পকাহিনিতে অন্য জগৎ তৈরি করা হয়। 

·         এতে বিজ্ঞান বা প্রযুক্তি বিশেষভাবে প্রাধান্য পায়

·         এতে মানবজাতির সম্ভাব্য সমস্যার সমাধান ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। 

·         কল্পনার মাধ্যমে আপাত দৃষ্টিতে অবাস্তব মনে হলেও ভবিষ্যতের সম্ভাব্য বাস্তবতাকে নির্দেশ করা হয়। 


·         কল্পবিজ্ঞানের শ্রেণিবিভাগ

·           হার্ড কল্পবিজ্ঞান / সফট কল্পবিজ্ঞান 

·         অ্যাপোক্যালিপ্টিক / পোস্ট অ্যাপোক্যালিপ্টিক 

·         ইউটোপিয়ান / ডিস্টোপিয়ান কল্পবিজ্ঞান

·         এলিয়েন ভিত্তিক কল্পবিজ্ঞান

·         রোবোট / অ্যান্ড্রয়েড ভিত্তিক কল্পবিজ্ঞান

·          অল্টারনেটিভ হিস্টোরি / অল্টারনেটিভ ইউনিভার্স 


ক্লাস পেতে ক্লিক কর - 





·         বাংলা ভাষায় কল্পবিজ্ঞান

·         বাংলা কথাসাহিত্যে এই ফর্মটি নতুন। 

·         ১৮৮২ সালে প্রথম বাংলা কল্পবিজ্ঞান ভিত্তিক রচনা লেখেন হেমলাল দত্ত। 

·         জগদানন্দেরশুক্রভ্রমন 


·         বাংলা সাহিত্যে আক্ষরিক অর্থে বিশুদ্ধ বিজ্ঞান ভিত্তিক গল্প লেখেন জগদিশ্চন্দ্র বসু। 

·         নিরুদ্দেশের কাহিনী 


·         উনবিংশ শতাব্দিতে বাংলা কল্পকাহিনি সার্থকভাবে যাত্রা শুরু করে। 

·         পদার্থবিদ্য

·         বিজ্ঞানরহস্য


·         বাংলা কল্পবিজ্ঞানের গৌরবোজ্জ্বল অধ্যায় শুরু হল বিংশ শতাব্দিতে। 


·         সুকুমার রায় 

             হেশোরাম হুশিয়ারের ডায়েরি, লক্ষ্মণের শক্তিশেল ।.




No comments

Powered by Blogger.