Header Ads

Header ADS

অব্যয়ীভাব সমাস ও নিত্য সমাস

 

অব্যয়ীভাব সমাস

জন্ম হতে = আজন্ম

এই উদাহরণে সমস্যমান পূর্বপদ জন্ম একটি অনব্যয় পদ অথচ আ অব্যয় পদ যুক্ত হয়ে সমাসবদ্ধ হয় এবং একটি অব্যয়ের ভাব সৃষ্টি করে। আর পুর্ব পদ জন্ম এর অর্থটিকে প্রাধান্য দিচ্ছে।

অতএব, পূর্বপদ অব্যয়ের সঙ্গে পরপদ বিশেষ্যের যে সমাস হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। অন্যভাবে যে সমাসের পূর্ব পদে থাকা অনব্যয় পদটি সমাস নিস্পন্ন হবার পর অব্যয়ের ভাব ধারণ করে এবং সমাসবদ্ধ পদটিতে পূর্বপদের অর্থটি প্রধান হয়ে উঠে, তাকে অব্যয়ীভাব সমাস বলে।

 

নিত্য সমাস –

অন্য গ্রাম = গ্রামান্তর

যে সমাসে ব্যাসবাক্য প্রকৃতপক্ষে  হয় না। ব্যাসবাক্য ও সমস্তপদ আলাদা হয়, তাকে নিত্য সমাস বলে।

যেমন  -

কেবল হাঁটা = হাটাহাটি

অন্যভাষা = ভাষান্তর

কেবল নাম = নামান্তর

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

No comments

Powered by Blogger.