তৎপুরুষ সমাস
তৎপুরুষ সমাস
Ø তৎপুরুষ
সংস্কৃত শব্দ, বিশেষ্য পদ।
Ø ব্যুৎপত্তি
তদ্ + পু ধাতু + উষ।
Ø তৎ (তার)
পুরুষ (ব্যাস বাক্য) তৎপুরুষ সমাস।
Ø সমস্যমান
পদের পূর্বপদে থাকা কারক ও অ-কারক বিভক্তি এবং অনুসর্গ সমাসবদ্ধ পদে লোপ পায়।
Ø এই সমাসে
পূর্বপদের অপেক্ষা পর পদের অর্থ প্রাধান্য পায়।
Ø যে সমাসে
পূর্বপদের কারকের বিভক্তি ও স্থানীয় অনুসর্গের লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য ঘটে
তাকে তৎপুরুষ সমাস বলে।
উদাহরণ –
ছেলেকে ভুলানো = ছেলেভুলানো
লোকের নিমিত্ত = লোকহিত
এই সমাসের ব্যাসবাক্যে সমস্যমান পদ ছেলেকে – পূর্ব
পদ এবং পরদ ‘ভুলানো’ । সমাসবদ্ধ পদ বা সমস্তপদ তৈরিতে পূর্ব পদের ‘কে’ বিভক্তি ‘লোপ’
পেয়েছে। আর পরপদ ‘ভুলানো’ এর অর্থটি প্রাধান্য পেয়েছে।
চেনার
উপায়ঃ
ক)
পূর্বপদ বিভক্তি যুক্ত থাকে এবং সমস্তপদে বিভক্তি লোপ পায়।
খ)
উত্তর পদের অর্থ প্রাধান্য পায়
শ্রেণি বিভাগ –
ক) কর্ম
তৎপুরুষ
খ) করণ
গ) নিমিত্ত
ঘ) অপাদান
ঙ) অধিকরণ
চ) সম্বন্ধ
গঠন ও অর্থ অনুযায়ী
তৎপুরুষ
ক) উপপদ
তৎপুরুষ
খ) নঞর্থক
গ) ব্যপ্তি
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments