বহুব্রীহি সমাস ও দ্বিগু সমাস তার শ্রেণিবিভাগ
বহুব্রীহি
Ø বহুব্রীহি সমাসবদ্ধ পদ।
Ø ব্যাসবাক্য – বহু ব্রীহি (ধান্য) যার। বহুব্রীহি সমাস।
Ø এই সমাসে সমস্যমান পদের অর্থ প্রধান রূপে প্রাধান্য না পেয়ে অন্য অতিরিক্ত অর্থ প্রাধান্য পায়।
Ø যেমন – বীনা পাণিতে যার – বীণাপাণি
Ø উদাহরণটিতে বীণা পাণিতে যার ব্যাস বাক্য । সমস্যমান পদগুলির পূর্ব পদ বীণা ও পরপদ পাণি কোনটারই অর্থ প্রাধান্য না পেয়ে দেবী সরস্বতী (অতিরিক্ত) অর্থ প্রাধান্য পায়।
শ্রেণিবিভাগ
ক) ব্যাধিকরণ
খ) সমানাধিকরণ
গ) বাতিহার
ঘ) মধ্যপদলোপী
ঙ) নঞর্থক
চ) সহার্থক
ছ) সংখ্যাপূর্বক
দ্বিগু সমাস –
Ø দ্বিগু
সমাসদ্ধ পদ।
Ø ব্যাসবাক্য
– দ্বি (দুই) গোরুর সমাহার ।
Ø পূর্ব
পদ সংখ্যাপূর্বক বিশেষণ পদ হয়।
Ø পর পদ
বিশেষ্যর সমাহার বা সমষ্টি বোঝায়।
যেমন –
শব অব্দের সমাহার = শতাব্দী
এই উদাহরণে পূর্বপদ
শত সংখ্যাবাচক বিশেষণ উত্তর পদ অব্দ হল বিশেষ্য এবং ব্যাস বাক্যে সমাহার বা সমষ্টি
ব্যাবহৃত হয়।
No comments