Header Ads

Header ADS

'এখনো খোঁচা দেয়' : জীবনের একটা অধ্যায়

 'এখনো খোঁচা দেয়'

    প্রথম প্রেম নেশার মত। ধরলে ছাড়তে চায় না। ছাড়লেও স্মৃতি ছাড়ে না। কৈশোরে তোমার প্রেমে হাবুডুবু খেতাম। তোমার কাছে যেতাম। ঘেঁষে থাকতে পারতাম না ভেসে থাকতাম। কিছু বলতে পারতাম না। শুধু শুনতাম। এর ওর মুখে শুনে মোহিত হতাম। তুমি অসীম, খুব সুন্দর, জগতের সেরা। শুনে শুনে তোমার দিকে ধাবিত হতাম। তোমাকে নিয়েই ভাবতাম রাত দিন ভাবতাম তুমিই শ্রেষ্ঠ।
     স্বয়নে স্বপনে পাশের অট্টালিকা টাকে দেখতে পেতাম । অট্টালিকার কোলাহলপূর্ণ পরিবেশ আমাকে বারবার তোমার পাশে যেতে বলে । যেতে পারতাম না। মোহিত হয়ে মুগ্ধ হতাম।
     বিশ্বাস করবে না, ক্লাস টুয়েলভ পাস না করতেই তোমার প্রেমে হাবুডুবু খেলাম। চারিদিক তোমায় ছাড়া অন্ধকার দেখতাম। অযোগ্যের তকমা তখনো ছিল। যোগ্য হওয়ার নেশায় দেশ ছেড়ে প্রবাসী জীবন মেনে নিলাম । অনেক আশা আর স্বপ্ন নিয়ে দিনের পর দিন পরিশ্রম করে তোমার যোগ্য হয়ে ওঠার চেষ্টা করলাম। তোমার অভিভাবকরা নানা যোগ্যতার বাহানা দেখিয়ে দিনের পর দিন আমাকে ঘুরালো, অবহেলিত, পদদলিত করে রাখলো। আমি তোমার অন্ধ প্রেমে যোগ্যতার চরম শিখরে পৌঁছে গেলাম। যোগ্যতা হলো কিন্তু তোমার অভিভাবকরা বিশ্বাসঘাতকতা করলো। যোগ্য হয়েও নিরাশ হলাম। জীবনের গুরুত্বপূর্ণ সময় গুলো কালস্রোতে হারিয়ে যেতে লাগল। অর্থের বিনিময়ে তুমিও চলে গেলে। বিকিয়ে গেলে অন্য ভাবে অন্য কারো কাছে। তুমি নিজেকে মেনে নিলে সময়ের সাথে। আমি হতবাক, কিংকর্তব্যবিমূঢ় হয়ে আজ অবসাদগ্রস্ত।
    তবুও আমি আশাবাদী । তোমার জন্য পথ চেয়ে বসে আছি। জীবনের শেষ মুহূর্তেও অপেক্ষায় থাকবো। তোমায় নিয়ে ঘর সংসার বাধবো । ভালো থেকো SSC।

No comments

Powered by Blogger.