মহাবিশ্ব ও মহাকাশ তৃতীয় পর্ব
মহাবিশ্ব ও মহাকাশ তৃতীয় পর্ব
৪১. মহাকাশের প্রথম যাত্রী -
ক) নীল আর্মস্ট্রং খ) লাইকা গ) ইউরি গ্যাগারিন ঘ) ভ্যালেন্তিনা তেরেশকোভা।
৪২. প্রথম ভারতীয় মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দেন –
ক) রাকেশ শর্মা খ) সুনীতা উইলিয়াম গ) কল্পনা চাওলা ঘ) ভ্যালেন্তিনা তেরেশকোভা।
৪৩. ‘কিউরিওসিটি’ কোথায় পাঠানো হয়?
ক) মঙ্গলে খ) বুধে গ) চাঁদে ঘ) সূর্যে
৪৪. চাঁদের মাধ্যাকর্ষণ –
ক) পৃথিবীর ১/৬ ভাগ খ) পৃথিবীর ১/৪ ভাগ গ) পৃথিবীর ১/২ ভাগ ঘ) পৃথিবীর ২/৩ ভাগ।
৪৫. টাইটান কোন গ্রহের বৃহত্তম উপগ্রহ?
ক) মঙ্গল খ) বৃহস্পতি গ) শনি ঘ) নেপচুন
৪৬. সবচেয়ে বেশি উপগ্রহ কোন গ্রহের আছে?
ক) মঙ্গল খ) বৃহস্পতি গ) শনি ঘ) নেপচুন
৪৭. শীতলতম গ্রহ –
ক) ইউরেনাস খ) বৃহস্পতি গ) শনি ঘ) নেপচুন
৪৮. কোন গ্রহে মাধ্যাকর্ষণ সবথেকে বেশি?
ক) ইউরেনাস খ) বৃহস্পতি গ) শনি ঘ) নেপচুন
৪৯. মহাকাশ থেকে পৃথিবীকে নীল রং-এর দেখায়। আসলে মহাকাশের রং কেমন?
ক) সাদা খ) নীল গ) সবুজ ঘ) কালো
৫০. পৃথিবীর গড় তাপমাত্রা –
ক) ১৪° সে. খ) ১৫° সে. গ) ৩০° সে. ঘ) ২৫° সে.।
উত্তর সংকেতঃ
প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর 41. খ 42. গ 43. ক 44. ক 45. গ 46. খ 47. ক 48. খ 49. ঘ 50. খ
No comments