মহাবিশ্ব ও মহাকাশ দ্বিতীয় পর্ব
মহাবিশ্ব ও মহাকাশ দ্বিতীয় পর্ব
২১. কোনটি নীল গ্রহ?
ক) শুক্র খ) পৃথিবী গ) শনি ঘ) বুধ
২২. লালগ্রহ কোনটি?
ক) শুক্র খ) পৃথিবী গ) মঙ্গল ঘ) বুধ
২৩. কোন গ্রহে মাধ্যাকর্ষণ সবথেকে বেশি?
ক) শুক্র খ) পৃথিবী গ) মঙ্গল ঘ) বৃহস্পতি
২৪. সবচেয়ে বড়ো গ্রহের নাম কী?
ক) শুক্র খ) পৃথিবী গ) মঙ্গল ঘ) বৃহস্পতি
২৫. মিথেন গ্যাস পাওয়া যায় –
ক) শুক্র ও পৃথিবী খ) ইউরেনাস ও নেপচুন গ) মঙ্গল ও বুধ ঘ) বৃহস্পতি ও শনিতে
২৬. সৌরজগতের বৃহত্তম গ্রহাণু কোনটি?
ক) সেরেস্ খ) গ্রহাণুপুঞ্জ গ) সূর্য ঘ) জ্যোতিস্ক
২৭. পৃথিবীর উপগ্রহ সংখ্যা –
ক) ২ খ) ২৭ গ) ১ ঘ) ৫৩
২৮. বৃহস্পতির উপগ্রহ হল –
ক) ডাইমোস খ) ফোবোস গ) গ্যানিমিড ঘ) মিরান্ডা
২৯. অমাবস্যা থেকে পূর্ণিমা আবার পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকে কী বলে?
ক) চান্দ্রমাস খ) চন্দ্রগ্রহণ গ) শুক্লাপক্ষ ঘ) চন্দ্রকলা।
৩০. একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত সময়কে কী বলে?
ক) চান্দ্রমাস খ) চন্দ্রগ্রহণ গ) শুক্লাপক্ষ ঘ) চন্দ্রকলা।
৩১. পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু কত বছর বাদে বাদে দেখা যায়।
ক) ৫৬ বছর বাদে খ) ৭০ বছর বাদে গ) ৯০ বছর বাদে ঘ) ৭৬ বছর বাদে
৩২. মেঘহীন রাতের আকাশে হঠাৎ আলোর রেখা নেমে আসাকে কী বলে?
ক) তারা খসা খ) উল্কাপাত গ) দুটোই ঘ) কোনোটিই নয়,
৩৩. মহাকাশে যাওয়ার পোশাককে কী বলে?
ক) স্পেস শাটল খ) স্পেস স্যুট গ) দুটোই ঘ) কোনোটিই নয় ।
৩৪. কৃত্রিম উপগ্রহ –
ক) সূর্যের চারিদিকে ঘোরে খ) গ্রহের চারিদিকে ঘোরে গ) পৃথিবীর চারিদিকে ঘোরে ঘ) সবার চারিদিকে ঘোরে
৩৫. NASA সম্পূর্ণ নাম –
ক) National Aeronautics and Space Administration
৩৬. ISRO সম্পূর্ণ নাম –
ক) Indian Space Research Organisation
৩৮. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?
ক) ভাস্কর খ) INSAT গ) আর্যভট্ট ঘ) লাইকা।
৩৯. ভারতের প্রথম মহাকাশচারী কে?
ক) রাকেশ শর্মা খ) সুনীতা উইলিয়াম গ) কল্পনা চাওলা ঘ) ভ্যালেন্তিনা তেরেশকোভা।
৪০. যিনি সব থেকে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন – তিনি
ক) রাকেশ শর্মা খ) সুনীতা উইলিয়াম গ) কল্পনা চাওলা ঘ) ভ্যালেন্তিনা তেরেশকোভা।
উত্তর সংকেতঃ
প্রশ্ন |
উত্তর |
প্রশ্ন |
উত্তর |
প্রশ্ন |
উত্তর |
প্রশ্ন |
উত্তর |
প্রশ্ন |
উত্তর |
| |||||||||
21. |
খ |
22. |
গ |
23. |
ঘ |
24. |
ঘ |
25. |
খ |
26. |
ক |
27. |
গ |
28. |
গ |
29. |
ঘ |
30. |
ক |
31. |
ঘ |
32. |
গ |
33. |
খ |
34. |
গ |
35. |
ক |
36. |
ক |
37. |
ক |
38. |
গ |
39. |
ক |
40. |
খ |
No comments